shono
Advertisement

Breaking News

মরক্কোর ভূমিকম্পে মৃত্যুমিছিল, মুম্বইয়ে চোখের জল নিয়ে আল্লার দরবারে ভূমিকন্যা নোরা ফতেহি

ভূমিকম্পে ছারখার জন্মভূমির দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য মোদিকে ধন্যবাদ জানান মরক্কান সুন্দরী নোরা।
Posted: 05:04 PM Sep 10, 2023Updated: 07:18 PM Sep 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূমিকম্পে ছারখার নিজের দেশ। মৃত্যুমিছিল বহাল। ধ্বংসাবশেষ থেকে আর্তনাদ। লাশের পাহাড়। জন্মভূমি এমন ভয়াবহ পরিস্থিতি দেখে মুম্বইয়ে বসে চোখের জল ফেলছেন মরোক্কান সুন্দরী নোরা ফতেহি (Nora Fatehi)। কাটছে বিনিদ্র রজনী।

Advertisement

প্রসঙ্গত, মরক্কোয় (Morocco) ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল জারি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার। জখম অন্তত আরও ২ হাজার। জোরকদমে চলছে উদ্ধারকার্য। তবে এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে মরক্কোর এই ভয়াবহ বিপর্যয়ে পাশে দাঁড়িয়েছে প্রায় সকল রাষ্ট্র। আর্থিক সাহায্য থেকে উদ্ধারকার্যে প্রযুক্তিগত সাহায্যে এগিয়ে এসেছে তারা। শোকপ্রকাশ করেছেন তাবড় রাষ্ট্রনেতারাও। এদিকে নিজের দেশের এমন ভয়াবহ পরিস্থিতি দেখে আল্লার কাছে প্রার্থনা করছেন নোরা ফতেহি।

শোক সামলে বলিউড অভিনেত্রীর মন্তব্য, “মরক্কোয় ভূমিকম্পের খবর শুনে ভেঙে পড়েছি। কত শহর ছারখার হয়ে গেছে। কত মানুষের প্রাণ গিয়েছে। মরক্কোর মানুষের কথা ভেবে আমার হৃদয় ভারাক্রান্ত। সকলের সুরক্ষিত থাকুক, এটাই প্রার্থনা করছি। খুব ভয়ানক পরিস্থিতি। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবার, বন্ধুবান্ধব-স্বজনরা সকলে সুরক্ষিত রয়েছেন। যাঁরা কাছের মানুষকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। হে আল্লা…।” পাশাপাশি মরক্কোর এই দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (PM Narendra Modi) ধন্যবাদ জানান নোরা ফতেহি। 

[আরও পড়ুন: জি২০: ব্রাজিল প্রেসিডেন্টের মুখে RRR বন্দনা, ভারতীয় সিনেমার প্রতিনিধি দক্ষিণী ইন্ডাস্ট্রিই?]

প্রসঙ্গত, বিধ্বস্ত মরক্কোর উদ্দেশে শোকপ্রকাশের জন্য শনিবার প্যারিসের আইফেল টাওয়ারের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। অন্ধকারে ঢেকেছিল গোটা আইফেল টাওয়ার। শুধু শোকপ্রকাশ নয়, প্যারিস প্রায় ৫ লক্ষ ইউরো আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। এমনকী, মরক্কোর ‘শত্রু’ প্রতিবেশী আলজিরিয়া দুবছর আগে আফ্রিকার উত্তর-পশ্চিমের ছোট্ট রাষ্ট্র মরক্কোর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিল। এমন দুর্দিনে কিন্তু তারাও মরক্কোর পাশে দাঁড়িয়েছে বলে খবর। সেখান থেকে ত্রাণসামগ্রীও এসেছে।

[আরও পড়ুন: ‘দেশের ভালর জন্য সব মাফ, দায়িত্ব নিয়ে ভোট দিন’, আরও ঝাঁজালো ‘জওয়ান’ শাহরুখ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement