shono
Advertisement

ফের পরমাণু বোমা পরীক্ষা করবে উত্তর কোরিয়া, শঙ্কায় আমেরিকা

প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে ডামাডোল তৈরি করতে চান কিম জং উন? The post ফের পরমাণু বোমা পরীক্ষা করবে উত্তর কোরিয়া, শঙ্কায় আমেরিকা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:34 PM Dec 24, 2016Updated: 08:46 PM Dec 24, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র সংকটের মুখে বিশ্ব! ফের পরমাণু বোমা পরীক্ষা করতে চলেছে উত্তর কোরিয়া৷ দক্ষিণ কোরিয়ার এই আশঙ্কা সত্যি হলে, তারাও এবার চুপ করে বসে থাকবে না৷ উত্তর কোরিয়ার যুদ্ধবাজ নেতা কিম জং উনের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আমেরিকাও আর মুখ বুজে থাকবে বলে মনে হয় না৷ সেক্ষত্রে আরেকটি বড়সড় বিশ্বযুদ্ধের আশঙ্কা কিন্তু ইতিমধ্যেই তৈরি হতে শুরু করে দিয়েছে৷

Advertisement

বস্তুত, উত্তর কোরিয়া যেভাবে আরেকটি পরমাণু বোমা পরীক্ষার কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে অতীতের সব তীব্রতাকে ছাপিয়ে যাবে তাদের সাম্প্রতিকতম পরীক্ষাটি৷ সিওলের ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের (এনআইএস) রিপোর্ট মোতাবেক, গত কয়েক মাস ধরে পুঙ্গাই-রি শহরে মানুষের যাতায়াত ও যানবাহন চলাচল অত্যাধিক বেড়ে গিয়েছে৷ এই শহরেই চলতি বছর দু’বার পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং৷ একবার জানুয়ারি মাসে, পরেরটা সেপ্টেম্বরে৷ এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা ইয়নহ্যাপ৷

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এই পারমাণবিক পরীক্ষা সেরে ফেলতে চান কিম, আশঙ্কা এনআইএস প্রধান লি বিয়াং-হোর৷ ২০১৬-য় উত্তর কোরিয়া তাদের চতুর্থ ও পঞ্চম পারমাণবিক পরীক্ষাটি সম্পূর্ণ করেছে৷ জানুয়ারিতে হাইড্রোজেন বোমা বিস্ফোরণের পর উত্তর কোরিয়া দাবি করে, গোটা আমেরিকাকে মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে তারা৷ তবে ওই পরীক্ষা আদৌ কোনও ‘হুমকি’ নয় বলেও দাবি করে পিয়ংইয়ং। কাউকে যুদ্ধের প্ররোচনা দিতেও এ কাজ করেনি উত্তর কোরিয়া। শুধু বার্তা দিতে চেয়েছে, তারা পরমাণু শক্তিধর দেশ। আমেরিকাকে জবাব দিতে সক্ষম!

The post ফের পরমাণু বোমা পরীক্ষা করবে উত্তর কোরিয়া, শঙ্কায় আমেরিকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement