shono
Advertisement

Breaking News

ঘরের মাঠে জয় দিয়েই নর্থ-ইস্টের অভিযান শুরু

ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে এদিন প্রথম থেকেই গতিময় ফুটবল উপহার দেয় দুই দল৷ The post ঘরের মাঠে জয় দিয়েই নর্থ-ইস্টের অভিযান শুরু appeared first on Sangbad Pratidin.
Posted: 03:02 AM Oct 02, 2016Updated: 09:46 PM Oct 01, 2016

নর্থ-ইস্ট ইউনাইডেট – ১           কেরালা ব্লাস্টার্স – ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধুর প্রতিশোধ৷ গতবার কেরলের কাছে ১-৩ গোলে হারের বদলা নিয়েই আইএসএল তিনের অভিযান শুরু করল নর্থ-ইস্ট ইউনাইটেড৷ তারকাখচিত জমকালো উদ্বোধনের পর জয়, ঘরের মাঠে এর চেয়ে ভাল শুরু আর কী-ই বা হতে পারত৷ তাই গুয়াহাটি দলের মালিক জন আব্রাহামের মুখে চওড়া হাসি৷

না, কোনও মার্কি তারকা নন, এবারের আইএসএল শুরু হল কলকাতা ময়দানের অতি পরিচিত ফুটবলারের গোল দিয়ে৷ উসা কাটসুমি৷ ইতিমধ্যেই আসন্ন আই লিগের জন্য মোহনবাগানে সই করে ফেলেছেন তিনি৷ সেই জাপানি বোমাতেই শেষ প্রথম মরশুমের রানার্স-আপ দল৷ গুয়াহাটির সমর্থকদের পাশাপাশি তাই বাগান ভক্তরাও দারুণ খুশি৷

ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে এদিন প্রথম থেকেই গতিময় ফুটবল উপহার দেয় দুই দল৷ যদিও প্রথমার্ধে কোনও দলই খাতা খুলতে পারেনি৷ তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ইউনাইটেড শিবিরে স্বস্তি ফেরান কাটসুমি৷ ডানদিক থেকে ভেলেজের ক্রস কাটসুমির পায়ে জমা হলে দুরন্ত শটে বল জালে জড়ান তিনি৷ ম্যাচের শেষে আকাশের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসলেন৷ জাপানি মিডিওর দুর্দান্ত পারফরম্যান্স ভিআইপি বক্সে বসে উপভোগ করলেন অভিষেক বচ্চন, রণবীর কাপুর, শচীন তেণ্ডুলকররা৷ তবে একাধিক প্রয়াসেও দিদিয়ের জোকোরাদের ডিফেন্স ভাঙতে সফল হননি কেরালা ব্লাস্টার্সের ফুটবলাররা৷ এই জয়ই মঙ্গলবার গোয়ার বিরুদ্ধে নামার আগে অতিরিক্ত আত্মবিশ্বাস দেবে বলে মনে করছেন নর্থ-ইস্টের কোচ নেলো৷

The post ঘরের মাঠে জয় দিয়েই নর্থ-ইস্টের অভিযান শুরু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement