shono
Advertisement

গৌরী লঙ্কেশের হত্যাকারীদের হুমকিতে ভয় পাই না: প্রকাশ রাজ

‘আমি কেন ভয় পাব?’, প্রশ্ন অভিনেতার। The post গৌরী লঙ্কেশের হত্যাকারীদের হুমকিতে ভয় পাই না: প্রকাশ রাজ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:11 AM Jun 30, 2018Updated: 10:02 AM Jun 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি কিনা গায়ে কাঁটা দেওয়া ভিলেন। ঠান্ডা মাথায় নায়ককে খুনের সুপারি দেন। পৈশাচিক উল্লাসে ফেটে পড়েন কার্যসিদ্ধি হলে। পর্দায় এসে কাঁপুনি ধরান সিনেমা হলের দর্শকের বুকে। সেই প্রকাশ রাজ কি না খুনের হুমকিতে ভয় পাবেন! একেবারেই না। গৌরী লঙ্কেশের হত্যাকারীদের ‘হিটলিস্টে’ রয়েছেন জেনেও তাই বহাল তবিয়তেই রয়েছেন অভিনেতা প্রকাশ রাজ। উলটে DYfv বললেন, ‘আমি কেন ভয় পাব। ওরা তো আমার কথাকেই সত্যি প্রমাণ করছে।’

Advertisement

[সুইস ব্যাঙ্কে ভারতীয়দের আমানত বৃদ্ধিতে অস্বস্তিতে কেন্দ্র, তোপ মমতা-রাহুলের]

প্রকাশ্যে শাসক দল বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্যই হিন্দুত্ববাদী ওই সংগঠনের হিটলিস্টে নাম উঠেছে বলে প্রকাশ রাজকে জানিয়েছে বিশেষ তদন্তকারী দল। প্রকাশ ছাড়াও সে তালিকায় রয়েছে বর্ষীয়ান অভিনেতা গিরিশ কারনাড, শিক্ষাবিদ কে এস ভগবান, কংগ্রেস নেত্রী ও লেখিকা বিটি ললিতা নায়েক, সাহিত্যিক সি এস দ্বারকানাথ এবং বিশপ বীরভদ্র চান্নামাল্লা স্বামী। জেরায় এব্যাপারে তদন্তকারীদের তথ্য দিয়েছে লঙ্কেশ হত্যার মূল সন্দেহভাজন পরশুরাম ওয়াগমারে। গত সপ্তাহেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় সে জানায়, হিন্দুত্ববিরোধী মন্তব্যের জন্যই লঙ্কেশের হত্যাকারীরা এই হিটলিস্ট তৈরি করেছে। যাতে রয়েছে অভিনেতা প্রকাশ রাজের নামও।

এ বিষয়ে জানার সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি তারকাদের নিরাপত্তার ব্যবস্থা করে বেঙ্গালুরু পুলিশ। বুধবার সকাল থেকেই অভিনেতা প্রকাশ রাজের বাড়িতে পৌঁছে যায় নিরাপত্তারক্ষীদের একটি দল। এমনকী শুটিংয়ের জন্য তিনি হায়দরাবাদে গেলে সেখানেও তাঁর সঙ্গী হন রক্ষীরা। যদিও পরে সাংবাদিক বৈঠকে রাজ জানান, নিজের নিরাপত্তা নিয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন। যাঁরা তাঁকে খুন করার ছক কষেছে তাঁদের তিনি ভয়ও পান না। তবে যেটা তাঁকে ভাবাচ্ছে, তা হল তিনি যা আশঙ্কা করেছিলেন, সেটাই সত্যি হল শেষপর্যন্ত। এর আগে প্রকাশ রাজ বলেছিলেন, “হিন্দুত্ববাদী সংগঠনগুলি নিজেদের বিরুদ্ধে সমালোচনা আটকাতে যেকোনও সীমা অতিক্রম করতে পারে। যাঁরাই তাদের বিরুদ্ধে কথা বলবে তাঁদের চুপ করানোর জন্য কোনও কিছুর রেয়াত করবে না ওরা।’

[দেশদ্রোহিতার অভিযোগ কংগ্রেসের দুই নেতার বিরুদ্ধে, দায়ের হল মামলা]

সাংবাদিক বৈঠকের সেই মন্তব্যের জের টেনেই প্রকাশ বলেন, ‘মজার বিষয় হল যে মন্তব্যের জন্য ওরা আমার উপর ক্ষুব্ধ এবং হত্যার পরিকল্পনা করছে, তা করে আদতে আমার বক্তব্যকেই ওরা সত্যি বলে প্রমাণ করছে। আর তাই ওদের আমি ভয় পাই না।’ তবে দক্ষিণী অভিনেতার ভয় অন্য জায়গায়। তিনি বলেন, ‘আমার চিন্তা হচ্ছে ওই সমস্ত ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে, যাদের মগজধোলাই করছে এইসব সংগঠনের শীর্ষ পদাধিকারীরা। এতটাই তাদের ক্ষমতা যে, ওই যুবকদের দিয়ে খুনের মতো গর্হিত কাজও করাতে পারছে তারা।’ দেশে জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ইন্দিরা গান্ধী কিশোরকুমারকে গান পর্যন্ত গাইতে দেননি। সে প্রসঙ্গে প্রকাশ রাজ বলেন, ‘মোদির সরকার কংগ্রেসের সমালোচনা না করে বরং ভাবুক তারা এখন কী করছে।’ বৈঠকে প্রকাশ রাজ বলেন, ‘হত্যার হুমকি দিয়ে আমাকে অপ্রিয় সত্যি বলা থেকে আটকানো যাবে না। বরং এ ধরনের হুমকি আমার স্বরকে আরও দৃঢ় করবে। পাবলিক ফোরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির বিরুদ্ধে সরব অভিনেতা প্রকাশ রাজ। তিনি বলেন, ঘৃণার রাজনীতির বিরুদ্ধে তাঁর মতামত প্রকাশ চলতেই থাকবে।’

উল্লেখ্য, গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে ধৃত প্রথম ব্যক্তি নবীন কুমার প্রথমে নার্কো অ্যানালিসিস পরীক্ষায় বসতে রাজি হলেও পরে অস্বীকার করেন। এই বিষয়ে অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জমা দিয়েছিলেন নবীন কুমারের আইনজীবী। এই হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে সব শেষে পুলিশ ধরেছে পরশুরাম ওয়াগমারেকে। এই পরশুরামই গৌরী লঙ্কেশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।

[মান্দাসোরে শিশু ধর্ষণের সমালোচনায় শিবরাজ সিং চৌহান, ধর্ষকের ফাঁসির দাবি]

The post গৌরী লঙ্কেশের হত্যাকারীদের হুমকিতে ভয় পাই না: প্রকাশ রাজ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার