সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমপ্রেম বা সমকামিতাকে মান্যতা দিয়েছে শীর্ষ আদালত। কিন্তু সমাজে পথে-ঘাটে এখনও সমকামিতা যে স্বীকৃতি পায়নি, তা ফের প্রমাণিত। নিজের চালচলনের জন্য সমাজের কাছে অপদস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন চেন্নাইের ১৯ বছরের এক যুবক। আত্মহত্যার আগে ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। যার মাধ্যমে তাঁর জীবনের বেশ কিছু সমস্যা অনেকটাই স্পষ্ট হয়েছে।
[আরও পড়ুন: নাটকীয় মোড় কর্ণাটকে, বিধায়কদের গণইস্তফা খারিজের ভাবনা স্পিকারের]
অভিনশুর এক বন্ধু জানিয়েছেন, ২ জুলাই তাঁকে মেসেজ করে অভিনশু জানিয়েছিল সে এক বন্ধুর সঙ্গে বেড়িয়েছে। দু’ঘণ্টা পরে ফের তাঁকে ফোন করে অভিনশু জানায় তিনি নিজের জীবন শেষ করে দিতে চান। এরপরই ফেসবুকে পোস্টটি করে বিষ খান অভিনশু। কিন্তু কেন এই সিদ্ধান্ত সে বিষয়ে কিছু জানাননি তিনি। এপ্রসঙ্গে সমকামী আন্দোলনের এক নেতা বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পরেও সামাজিক অবস্থার কোনওরকম পরিবর্তন হয়নি। কারণ, আদালতের নির্দেশ মানসিকতার কোনওরকম পরিবর্তন ঘটাতে পারেনি। আর তা স্পষ্ট অভিনশুর সিদ্ধান্তে।
[আরও পড়ুন: লোকসভায় ৮টি বিল পেশ সরকারের, নজরদারির অভিযোগে সরব বিরোধীরা ]
The post ‘আমি সমকামী, এটা আমার দোষ নয়’, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আত্মঘাতী যুবক appeared first on Sangbad Pratidin.