shono
Advertisement

‘রাজীব গান্ধীর দেহের এক টুকরোও মেলেনি’, বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে ফের বিতর্কে আজম খান

ক'দিন আগে বিজেপিকে 'রাজনৈতিক নপুংসক' বলে তোপ দাগেন বাহুবলী নেতা।
Posted: 02:08 PM May 02, 2023Updated: 02:08 PM May 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিকে (BJP) হুঁশিয়ারি দিতে রাজীব গান্ধী হত্যার প্রসঙ্গ টেনে বিতর্কে জড়ালেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) বাহুবলী নেতা আজম খান (Azam Khan)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রামপুর পুরনির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে আজম বলেন, “ভগবানের প্রতিশোধ ভয়ংকর! আমরা জানি রাজীব গান্ধীর শরীরে এক টুকরোও পাওয়া যায়নি। সেই সময় তাঁর হাতে ছিল অধিকাংশ সাংসদ।”

Advertisement

রামপুর পুরসভায় সমাজবাদী পার্টির হয়ে লড়ছেন ফতিমা জাবি। রবিবার তাঁর হয়ে এক প্রচারসভায় বিজেপিকে নিশানা করে আজম বলেন, “আমি ইন্দিরা গান্ধীর আমল দেখেছি। রাজীব গান্ধীর সরকারে ছিল সবচেয়ে বেশি সংখ্যক সাংসদ। তাঁর শরীরের এক টুকরোও পাওয়া যায়নি। সঞ্জয় গান্ধীর মতো মানুষ বিমানে ছিলেন, তাঁর দেহের কতগুলো টুকরো পাওয়া গিয়েছিল। অর্থাৎ, সরকার বদলালে অনেক কিছু বদলে যায়।”

[আরও পড়ুন: ক্ষমতায় এলে নিষিদ্ধ হবে বজরং দল! কর্ণাটকের ইস্তেহারে ঘোষণা কংগ্রেসের]

ভাষণে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা বলেন প্রবীণ নেতা। তাঁর কথায়, “গত ৪০-৪২ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আপনি জানতেই পারবেন না কখন রুটি উলটে যাবে! প্রশাসন, পুলিশ সব বদলে যাবে। যে পুলিশ আপনার দরজা ভেঙেছিল, যারা আপনাকে লাথি মেরেছিল, তারাই আপনার পাশে দাঁড়াবে, স্যালুট করবে।” উল্লেখ্য, এর আগেও বিতর্কিত মন্তব্য করে অস্বস্তিতে পড়েছেন সপা নেতা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারে যোগীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন। মামলা ওঠে আদালতে। তিন বছরের কারাদণ্ড হয় আজমের। এর ফলে বিধায়ক পদ খোয়া যায় তাঁর।

[আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ৪ মাস ধরে অধ্যাপিকাকে যৌন হেনস্তার অভিযোগ, FIR ডিনের বিরুদ্ধে]

প্রসঙ্গত, ক’দিন আগে আজম আশঙ্কাপ্রকাশ করেছেন, আতিকের মতো গুলি করে মারা হতে পারে তাঁকে। বলেন, “আমার ও আমার সন্তানদের থেকে কী চান আপনারা? এটাই কি চান যে কেউ এসে আমাদের মাথায় গুলি করুক? সেটাই বাকি আছে। আইনকে বাঁচান। কিছুই হারানোর নেই। সাহস সঞ্চয় করুন। বাধা পেলে পিছিয়ে যাবেন না। এগিয়ে যাওয়ার চেষ্টা করুন।” তাঁর মতে, “বিজেপি হল রাজনৈতিক নপুংসক”।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement