সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবছরের সম্পর্ক শেষ। বিচ্ছেদই হয়ে গেল গুরু ও শিষ্যের। বুধবার থেকে গোরান ইভানিসেভিচ (Goran Ivanisevic) আর নোভাক জকোভিচের (Novak Djokovic) কোচ নন। দুজনের পথচলা শুরু হয়েছিল সেই ২০১৮ সাল থেকে।
ইভানিসেভিচ ও জকোভিচ একসঙ্গে ছবছর কাজ করেছেন। ক্রোয়েশিয়ান প্রাক্তন তারকা জোকারের খেলায় পরিবর্তন এনেছেন। তাঁর কোচিংয়েই স্বপ্নের দৌড় অব্যাহত ছিল জোকোভিচের। ক্রোয়েশিয়ান কোচের অধীনেই সার্বিয়ান জোকার ছাপিয়ে যান রজার ফেডেরার ও রাফায়েল নাদালের গ্র্যান্ড স্ল্যাম রেকর্ড।
[আরও পড়ুন: চেন্নাইয়ের কাছে হারের পরে বিশাল অঙ্কের জরিমানা গিলকে, কিন্তু কেন?]
২০২৪ সালের শুরুতে কোনও ট্রফি বা স্ল্যাম জিততে পারেননি জোকার। সার্বিয়ান তারকা সোশাল মিডিয়ায় লিখেছেন, ”২০১৮ সালে আমি গোরানকে আমার দলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এই ছবছরে শুধুমাত্র খেলার দিকেই যে জোর দেওয়া হয়েছিল তা নয়, হাসিঠাট্টা, আনন্দ করেছি আমরা। রেকর্ড ভাঙা সব ম্যাচ জিতেছি।”
জোকোভিচ ও ইভানিসেভিচের পথ যে আলাদা হয়ে যাচ্ছে, তা দিনকয়েক আগেই স্থির হয়ে গিয়েছিল। জোকারের কোচ হিসেবে হয়তো আর কাজ করবেন না ইভানিসেভিচ কিন্তু জকোভিচ বলছেন, ”কোর্টের ভিতরে আমাদের সম্পর্কের অনেক উত্থান-পতন হয়েছে। কিন্তু বন্ধুত্ব পাথরের মতোই মজবুত থাকবে আগামিদিনে।”