shono
Advertisement

Breaking News

ফের উচ্চাশার বলি কোটায়, আত্মঘাতী পড়ুয়া! চলতি বছরে মৃত ২২

চলতি মাসে চতুর্থ আত্মহত্যার ঘটনা।
Posted: 01:19 PM Aug 16, 2023Updated: 01:37 PM Aug 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারের একাধিক পদক্ষেপের পরেও মৃত্যুমিছিল অব্যাহত রাজস্থানের (Rajasthan) কোটায় (Kota)। মঙ্গলবার গভীর রাতে আত্মঘাতী হলেন আইআইটি প্রবেশিকার জন্য প্রস্তুতি নেওয়া আরও এক পড়ুয়া! দেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে পুলিশ। চলতি মাসে এই নিয়ে চতুর্থ আত্মহত্যার ঘটনা ঘটল কোটায়। ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর আঠারোর মৃত ছাত্রের নাম বাল্মীকি জঙ্গীদ। তিনি বিহারের গয়ার বাসিন্দা। কোটার কোচিং সেন্টারে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। লক্ষ্য ছিল আইআইটিতে ভরতি হওয়া। বছর খানেক আগেই কোটার মহাবীর নগর এলাকায় বাড়ি ভাড়া নেন বাল্মীকি।

[আরও পড়ুন: অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির]

চলতি বছরের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ২২ জন পড়ুয়া আত্মঘাতী হয়েছেন কোটায়। আইআইটি থেকে শুরু করে মেডিক্যাল, একাধিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে কোটায় যান মেধাবী পড়ুয়ারা। কিন্তু তারপরেই একের পর এক পড়ুয়ার আত্মঘাতী হওয়ার খবর মেলে। গত মাসেই উত্তরপ্রদেশের রামপুরের আরও এক পড়ুয়া মেডিক্যালের প্রস্তুতি নিতে গিয়ে আত্মঘাতী হন। লক্ষ্য ছিল ভারতের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটিতে সুযোগ করে নেওয়া। সেই কারণেই কোটার প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টারে ভরতি হয়েছিলেন। মাস দুয়েক আগেই কোটায় এসেছিল সে।

[আরও পড়ুন: চিকেন থালিতে ইঁদুরের মাংস! আতঙ্কে দিশাহারা যুবক, অভিযোগ মানল না রেস্তোরাঁ]

কোটার কোচিং সেন্টারগুলির কথা মাথায় রেখে বিশেষ আইন আনার কথা ভাবছে রাজস্থান সরকার। পাশাপাশি কোচিং সেন্টারে ভরতি হওয়ার আগেই একটি প্রবেশিকা পরীক্ষার কথাও ভাবা হচ্ছে। ওই পরীক্ষায় পরখ করা হবে, নির্দিষ্ট ছাত্রটি আদৌ পরবর্তী কঠিন পরীক্ষার জন্য মানসিকভাবে তৈরি কিনা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement