shono
Advertisement
Kerala

বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল গাড়ি, কেরলে দুর্ঘটনায় মৃত্যু ৫ হবু ডাক্তারের

আশঙ্কাজনক ২ ডাক্তারি পড়ুয়া।
Published By: Kishore GhoshPosted: 10:48 AM Dec 03, 2024Updated: 01:16 PM Dec 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কদিন আগে উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় পাঁচ জুনিয়র ডাক্তারের মৃত্যু হয়েছিল। এবার কেরলের আলাপ্পুঝা জেলায় বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৫ এমবিবিএস পড়ুয়ার। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা, হবু চিকিৎসকদের গাড়িটি মাত্রাছাড়া গতিতে ছুটছিল। সেই কারণেই দুর্ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে আলাপ্পুঝার ব্যস্ত রাস্তায়। কেরল রাজ্য পরিবহণের দপ্তরের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় শেভ্রোলেট টাভেরা গাড়িটির। সংঘর্ষ অভিঘাত এতটাই ছিল যে গাড়িটি দুমুড়ে মুচড়ে যায়। ভিতরে থাকা সাত হবু ডাক্তারের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। বাকি ২ জনকে গ্যাস কাটার দিয়ে গাড়ির বাইরের অংশ কেটে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত হয়েছে মহম্মদ, মুহাসিন, ইব্রাহিম, দেবানন্দ এবং শ্রীদীপের। এদের মধ্য ৩ জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। ২ জনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। সাত জন ছাত্রই বন্দনাম মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, চার বাসযাত্রী অল্প আহত হয়েছেন দুর্ঘটনার জেরে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত নেমেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার রাত ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে আলাপ্পুঝার ব্যস্ত রাস্তায়।
  • মৃত হয়েছে মহম্মদ, মুহাসিন, ইব্রাহিম, দেবানন্দ এবং শ্রীদীপের।
Advertisement