shono
Advertisement

এই ছয় মেট্রো স্টেশনে এবার মিলবে ওলা পরিষেবা

তাও আবার ইন্টারনেট ছাড়াই৷ ঘোষণাটা শুনেছেন কি? The post এই ছয় মেট্রো স্টেশনে এবার মিলবে ওলা পরিষেবা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:20 PM Feb 28, 2017Updated: 09:50 AM Feb 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরম এখনও পুরোদমে পড়তে পারেনি৷ এর মধ্যেই রোদের তাপ টের পাওয়া যাচ্ছে৷ এই চড়া রোদের মধ্যে স্বস্তির খবর এনেছে বেসরকারি ক্যাব সংস্থা ওলা৷ শুধু উপভোক্তাদের জন্যই নয়, শহর কলকাতার সমস্ত নিত্যযাত্রীদের জন্য৷ কারণ এবার থেকে আর হামেশা নেট খরচ করে বুক করতে হবে না বেসরকারি এই ক্যাব৷ সুবিধামতো মেট্রোস্টেশনের পাশেই পেয়ে যাবেন ওলা কিয়স্ক৷ যেখান থেকে অনায়াসেই চড়তে পারবেন এই ক্যাবে৷

Advertisement

বড়বাজারে বিধ্বংসী আগুনের জের, আশঙ্কা যানজটের

মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে এই পরিষেবা৷ আপাতত শহরের ছ’টি মেট্রোস্টেশনের বাইরে চালু করা হয়েছে ওলার কিয়স্ক৷ এসপ্ল্যানেড, রবীন্দ্র সদন, পার্ক স্ট্রিট, রবীন্দ্র সরোবর, কালীঘাট, মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ এলাকা – ব্যস্ত এই স্টেশনগুলির বাইরেই প্রয়োজন অনুযায়ী পাওয়া যাবে ওলা ক্যাব পরিষেবা৷

সেনা জওয়ানকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে

আর এর জন্য স্মার্টফোনেরও প্রয়োজন নেই৷ কারণ প্রত্যেক স্টেশনের বাইরে ওলার কিয়স্কে থাকবেন সংস্থার প্রতিনিধিরা৷ নিত্যযাত্রীদের ক্যাব বুক করতে সবরকম সাহায্য করবেন তাঁরা৷ বিশেষ করে যাঁদের কাছে স্মার্টফোন নেই৷ জানিয়েছেন মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়৷

অ্যাপোলো কাণ্ডে ৬ সদস্যের তদন্ত কমিটি গড়ল রাজ্য

The post এই ছয় মেট্রো স্টেশনে এবার মিলবে ওলা পরিষেবা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement