সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১৫ দিনের ব্যবধানে দু’বার মহিলা কর্মীকে হেনস্তার অভিযোগ ওঠায় নয়া নিয়ম চালু করল এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার সব বিমানে এখন থেকে রাখা থাকবে প্লাস্টিকের হাতকড়া। কোনও যাত্রী মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করলে তাঁর হাতে এই হাতকড়া পরানো হবে। এতদিন আন্তর্জাতিক বিমানে এই নিয়ম লাগু থাকলেও এখন থেকে ডোমেস্টিক বা অন্তর্দেশীয় বিমানেও রাখা থাকবে হাতকড়া।
(মাঝ আকাশে মহিলা সহযাত্রীর স্তনে হাত দিল ব্যক্তি…তারপর?)
বিমানের অন্যান্য যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বিনী লোহানি। তিনি জানিয়েছেন, বিমানযাত্রীদের সুরক্ষা ও যাত্রাপথকে নিরাপদ করতেই নতুন নিয়ম চালু করা হল। গত ২ জানুয়ারি মাসকট-দিল্লি বিমানে এক যাত্রী বিমানের এয়ারহোস্টেসকে নিগ্রহ করেন বলে অভিযোগ ওঠে। তার আগে গতবছরের ২১ ডিসেম্বর এয়ার ইন্ডিয়ার মুম্বই-নেওয়ার্ক বিমানে এক যাত্রী তাঁর সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণ করেছেন বলে অভিযোগ ওঠে। একের পর এক অভিযোগ ওঠাতেই এবার থেকে বিমানে হাতকড়া রাখার সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার। তবে সংস্থা সূত্রে জানানো হয়েছে, কোনও যাত্রীর আচরণ যদি বরদাস্ত করার বাইরে চলে যায়, তবেই তাঁর হাতে হাতকড়া পরানো হবে।
(বেঙ্গালুরুর রাস্তায় শ্লীলতাহানি তরুণীর, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্য)
The post মহিলাদের প্রতি অভব্য আচরণে এবার বিমানেই জুটবে হাতকড়া appeared first on Sangbad Pratidin.