সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের যে কোনও বিপদে প্রাণের বিন্দুমাত্র পরোয়া না করে ঝাঁপিয়ে পড়েন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। তা সে বন্যা, ভূমিকম্প বা পাক জঙ্গি হামলা- যে অভিশাপই দেশের বুকে নেমে আসুক না কেন! দেশের বর্তমান পরিস্থিতিও বেশ টালমাটাল। কালো টাকা ও জঙ্গিবাদে মদত দেওয়া রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছেন। দেশের মানুষ প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানালেও আচমকা বড় নোট বাতিলে তাঁদের দৈনিক জীবনযাত্রা খানিকটা গতি হারিয়েছে। দেশের ব্যাঙ্কে, এটিএমে পর্যাপ্ত পরিমাণে নতুন নোট এখনও এসে পৌছয়নি। অথচ রোজকার বাজার থেকে শুরু করে চিকিৎসা, নগদ অর্থ দরকার সব ক্ষেত্রেই।
দেশের আম নাগরিকের এই দুর্দশা ঘোচাতে এবার মাঠে নামল ভারতীয় বায়ুসেনা। নতুন নোট ব্যাঙ্কে ও এটিএমে পৌঁছে দিতে নামানো হবে বায়ুসেনার বিমান, সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদির সরকার। এমনটাই দাবি একটি রিপোর্টের। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়ে দিয়েছেন, দেশের ব্যাঙ্ক ও ডাকঘরগুলিতে পর্যাপ্ত টাকা রয়েছে। যান্ত্রিক কারণে নতুন নোট ব্যাঙ্ক ও এটিএমে পৌঁছতে আরও কয়েক হপ্তা সময় লেগে যাবে। সেই ‘উইন্ডো’ কমাতেই নামানো হচ্ছে বায়ুসেনাকে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক চপারে করে টাকা পাঠাতে শুরু করেছে ঝাড়খণ্ডের প্রত্যন্ত এলাকায়। গতকাল গভীর রাতে প্রধানমন্ত্রীর ডাকা জরুরি বৈঠকে যোগ দেন মোদি-মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা। বৈঠকে সিদ্ধান্ত হয়, যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের নগদের সমস্যা মেটাতে হবে। ইতিমধ্যেই পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যবহারের মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। কয়েকটি নির্দিষ্ট জরুরি পরিষেবা পেতে ওই বড় নোটগুলি ব্যবহার করা যাবে।
The post টাকার আকাল মেটাতে বায়ুসেনা নামালেন মোদি appeared first on Sangbad Pratidin.