shono
Advertisement

এবার চিনকে রুখতে আসরে ভারতীয় রেল

বেজিংয়ের কুমতলব বুঝতে পেরেছে দিল্লি৷ The post এবার চিনকে রুখতে আসরে ভারতীয় রেল appeared first on Sangbad Pratidin.
Posted: 03:10 PM Feb 08, 2017Updated: 09:40 AM Feb 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রী পরিষেবা থেকে শুরু করে সমস্ত দেশে খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দেয় ভারতীয় রেল৷ যুদ্ধ পরিস্থিতিতে সৈন্য দের যাতায়াত ও রসদ পৌঁছে দেয় রেল৷ ১৬৪ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী ভারতীয় রেল এবার ঠেকাবে আগ্রাসী চিনকে৷ ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করে গড়ে তুলছেন৷ ভারতীয় সেনাকে সাজিয়ে তোলা হচ্ছে অত্যাধুনিক অস্ত্রে৷ তবে এবার আসরে ভারতীয় রেল৷ শুধু স্থলে নয়, এবার জলেও লালফৌজের পথ আটকে দাঁড়াবে ভারতীয় রেল৷ দেশের উত্তর-পূর্বাঞ্চল থেকে বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবার দ্বীপ সমূহে রেলকে কৌশলগত সম্পদ হিসেবে গড়ে তোলা হচ্ছে৷

Advertisement

চিনের এই ৫টি অস্ত্রেই চিন্তিত ভারত

ভারত ও চিনের মধ্যে সীমান্ত নিয়ে বিবাদ বহু পুরনো৷ অরুণাচল প্রদেশের উপর নিজেদের অধিকার নিয়ে বরাবর দাবি জানিয়ে এসেছে চিন৷ অরুণাচল সীমান্তে বেশ কয়েকটি সৈন্য ঘাঁটিও স্থাপন করেছে লালফৌজ৷ যুদ্ধ শুরু হলে সহজেই চিনা ফৌজ অরুণাচলে ঢুকে পড়তে পারবে৷ তাই এবার অরুণাচলে দ্রুত রেল নেটওয়ার্ক গড়ে তুলছে কেন্দ্র সরকার৷ এর দ্বারা সহজেই ভারত সৈন্য ও রসদ সীমান্তে পৌঁছে দিতে পারবে৷

ভারতের সঙ্গে দোস্তি বাড়াচ্ছে শ্রীলঙ্কা, গোঁসা চিনের

সম্প্রতি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সব থেকে বড় দু’টি শহর পোর্ট ব্লেয়ার ও দিগলিপুরকে রেলের মাধ্যমে জুড়ে দেওয়ার প্রকল্প ঘোষিত হয়েছে৷ বিশ্বের ব্যস্ততম বানিজ্যিক পথ মালাক্কা প্রণালীর উপর নজর রেখে ভারত মহাসাগরে আদিপত্য বজায় রাখার চেষ্টায় এই পদক্ষেপ ভারতের৷ সম্প্রতি, ভারত অত্যাধুনিক কামান কেনার জন্য ৭০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে৷ সূত্রের খবর, এই কামানগুলি বিশেষভাবে চিন সীমান্তে মোতায়েন করা হবে৷ এছাড়াও ৯০,০০০ সৈনিকদের নিয়ে গড়ে তোলা হচ্ছে মাউন্টেন কর্পস৷ পাহাড়ি এলাকায় যুদ্ধে পারদর্শী এই সৈন্যদলটি লালফৌজের উস্কানির জবাব দেবে৷

নিশানায় ভারত-আমেরিকা ও জাপান, মহড়ায় নামল চিনের ‘রকেট ফোর্স’

তিক্ত অভিজ্ঞতা৷ পারস্পরিক সন্দেহ৷ কৌশলগত দ্বন্দ্ব ও আধিপত্যের লড়াই৷ এই কটা শব্দেই পরিষ্কার ভারত-চিন সম্পর্কের ছবি৷ বিশ্বমানচিত্রে আধিপত্যের লড়াইয়ে এশিয়া মহাদেশের পরমাণু শক্তিধর এই দুই দেশ ক্রমশ এগিয়ে যাচ্ছে সংঘাতের দিকে৷ নিউক্লিয়ার গ্রুপ থেকে শুরু করে পাকিস্তানকে মদত দেওয়া, ক্রমাগত ভারতকে দাবিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন৷ তবে বেজিংয়ের কুমতলব বুঝতে পেরেছে দিল্লি৷ তাই এবার সাজিয়ে তোলা হচ্ছে ভারতীয় সেনাকে৷

নিশানায় ভারত-আমেরিকা ও জাপান, মহড়ায় নামল চিনের ‘রকেট ফোর্স’

The post এবার চিনকে রুখতে আসরে ভারতীয় রেল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement