shono
Advertisement
Ceasefire In Gaza

শান্তির জাদুকর ট্রাম্প! রমজান মাসে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি ইজরায়েলের

Published By: Kishore GhoshPosted: 08:52 PM Mar 02, 2025Updated: 09:16 PM Mar 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার ইজরায়েল-হামাস যুদ্ধবিরতি সময় শেষ হতেই গাজায় সব ধরনের মানবিক সাহায্য পাঠানো বন্ধ করেছিল ইজরায়েল। এর পরেই মধ্যপ্রাচ্যের আকাশে সিঁদুরে মেঘ দেখছিল অনেকে। যদিও মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ডের ট্রাম্পের কূটনৈতিক কৌশলে বদলে গেল পরিস্থিতি। রমজান মাসে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব মেনে নিলেন বেঞ্জামিন নেতনিয়াহু।

Advertisement

রবিবার ইজরায়েলের প্রধানমন্ত্রীর অফিস তরফে জানানো হয়, গাজায় সাময়িক যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবকে সমর্থন করছে ইজরায়েল। অতএব, আপাতত শান্তিকল্যাণ। ইজরায়েল পিএমও-র বিবৃতি, "হামাসের সঙ্গে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়েছে। যদিও ইজরায়েল গাজায় সাময়িকভাবে যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাবকে সমর্থন করছে।" এর ফলে রমজান মাসে নতুন করে রক্ত ঝরবে না বলেই মনে করা হচ্ছে। তবে দ্বিতীয় দফায় আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কবে শুরু হতে পারে তা ঠিক হবে দুই দেশের মধ্যে ‘দরাদরি’ শেষ হলে। বলাই বাহুল্য, হামাসকে অবশিষ্ট ইজরায়েলি পণবন্দিদের মুক্তি দিতে হবে। এই শর্তেই যুদ্ধের অবসান হতে পারে।

প্রসঙ্গত, দীর্ঘ জটিলতার পর কাতার, মিশর ও আমেরিকার উদ্যোগে সম্পন্ন হয়েছিল গাজা ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। যদিও একেবারে শেষ মুহূর্তে হামাসের তরফে বন্দিদের নামের তালিকা না দেওয়ায় বেঁকে বসেন নেতানিয়াহু। এরপর নামের তালিকা প্রকাশ করা হয় হামাসের তরফে। শেষপর্যন্ত দীর্ঘ ১৫ মাস ধরে চলতে থাকা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হয়েছিল সাম্প্রতিক ইজরায়েল-হামাস যুদ্ধবিরতির চুক্তিতে।

বেসরকারি মতে যুদ্ধে নিহতের সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় ২০ হাজার। যদিও সরকারি হিসেবে তা ৬১ হাজারের কিছু বেশি। এর মধ্যে গাজাতে মৃত্যু হয়েছে ৪৮ হাজার। জখম ১ লক্ষেরও বেশি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দীর্ঘ জটিলতার পর কাতার, মিশর ও আমেরিকার উদ্যোগে সম্পন্ন হয়েছিল গাজা ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি।
  • বেসরকারি মতে যুদ্ধে নিহতের সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে।
Advertisement