অর্ণব আইচ: সিবিআই সেজে বেসরকারি কোম্পানি বিক্রির নামে জালিয়াতির মাথা কলকাতার এক আইনজীবী। নিজাম প্যালেসের সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে আগেই গ্রেপ্তার হয়েছে এই চক্রের পান্ডা অনির্বাণ কাঞ্জিলাল। ওই ভুয়া সিবিআই আধিকারিকের বিরুদ্ধে অপহরণ থেকে শুরু করে জাল পুলিশ সেজে লুঠপাটের মতো বহু অভিযোগ রয়েছে। এবার নতুন করে অভিযোগ উঠে এল তার বিরুদ্ধে। সম্প্রতি অনির্বাণকে জেরা করেন মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানার আধিকারিকরা। তার কাছ থেকে তথ্য পেয়ে এই চক্রের আরও এক সদস্য সুব্রত গুহ গ্রেপ্তার হয় পুলিশের হাতে।
পুলিশ (Kolkata Police) জানিয়েছে, সুব্রত গুহ হুগলির কোন্নগরের বাসিন্দা। একই এলাকায় থাকার সুবাদে অভিযোগকারীর সঙ্গে সুব্রতর পরিচয় হয়। সুব্রত অভিযোগকারী ব্যবসায়ীকে বলেন, তাঁর সঙ্গে বিশেষ যোগাযোগ রয়েছে নিজাম প্যালেসের সিবিআইয়ের অফিসার অর্ণব মজুমদারের সঙ্গে। ওই অফিসারের মাধ্যমে তিনি একটি সংস্থা কিনতে পারেন। ওই সংস্থাটির মূল্য সোয়া এক কোটি টাকা। কিন্তু ওই সংস্থাটি পেতে গেলে ৩ লাখ ১৬ হাজার টাকা দিতে হবে। সেই টাকা নেওয়ার পর তারা কোম্পানির মালিকানা সংক্রান্ত নথিও দেয়। ওই ব্যবসায়ী কোম্পানির দখল নিতে গিয়ে দেখেন, নথিগুলি সম্পূর্ণ জাল। এর পরই ওই ব্যবসায়ী হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন।
[আরও পড়ুন: বাণিজ্য মহলে ‘লক্ষ্মী’লাভ! পুরুষদের টেক্কা দিয়ে সাফল্যের কাহিনি শোনালেন দেশ-বিদেশের মহিলা শিল্পপতিরা]
‘সিবিআই অফিসার’-এর মোবাইলের সূত্র ধরে তদন্ত শুরু করেন পুলিশ আধিকারিকরা। তাতেই জানা যায় যে, ওই সিবিআই অফিসারটি ভুয়ো। সে আসলে দাগী অভিযুক্ত অনির্বাণ কাঞ্জিলাল। এর পরই তাকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেই সুব্রত গুহর সন্ধান মেলে। তাকে জেরা করে পুলিশ জানতে পারে যে, এই চক্রের মাথা এক আইনজীবী, যিনি কোম্পানি কেনাবেচার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত। ওই আইনজীবী ও ভুয়া সিবিআই অফিসার মিলেই ভুয়া নথি তৈরি করেছে বলে অভিযোগ। ওই আইনজীবীর সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।