shono
Advertisement

অযোধ্যায় হোক রাম মন্দিরই, দাবি মুসলিম সংগঠনের

সুপ্রিম কোর্টের সেই পরামর্শকেই এবার হাতিয়ার করেছেন আজম খান৷ The post অযোধ্যায় হোক রাম মন্দিরই, দাবি মুসলিম সংগঠনের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:23 AM Apr 01, 2017Updated: 03:36 PM Dec 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় রাম মন্দির ইস্যু নিয়ে শুক্রবার শুনানি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ বাবরি মসজিদ নাকি রাম মন্দির? কী তৈরি হবে অযোধ্যায়? এই নিয়ে যখন দ্বিধাবিভক্ত দুই সম্প্রদায়ের মানুষ, তখন রাম মন্দির তৈরির পক্ষে সুর চড়াল লখনউয়ের এক মুসলিম সংগঠন৷

Advertisement

লখনউয়ের শ্রী রাম মন্দির নির্মাণ মুসলিম করসেবক মঞ্চের সভাপতি আজম খান, রাম মন্দির বানানোর দাবিতে শহরের রাস্তায় ১০টি হোর্ডিং টাঙিয়েছেন৷ যদিও এমন সাহসী পদক্ষেপ নেওয়ায় নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছেন তিনি৷ তাই নিরাপত্তার জন্য পুলিশের সাহাস্য চেয়েছেন তিনি বলে জানা গিয়েছে৷

[উত্তরপ্রদেশে ফের গণধর্ষণ, ধৃত ৩ নাবালক]

রাম জন্মভূমি বিষয়টি স্পর্শকাতর৷ তাই পারস্পরিক আলোচনার মাধ্যমেই প্রায় আড়াই দশক পুরনো রাম জন্মভূমি বিতর্কের সমাধান হোক৷ শীর্ষ আদালতের তরফে এমন পরামর্শই দেওয়া হয়েছিল৷ যদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হয় শুধুমাত্র তখনই আদালত এই ব্যাপারে হস্তক্ষেপ করবে৷ এমনটাই জানিয়ে দিয়েছিল প্রধান বিচারপতি খেহরের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ৷ এই পরামর্শের সৌজন্যেই নতুন করে খবরের শিরোনামে উঠে আসে অযোধ্যা বিতর্ক৷ সুপ্রিম কোর্টের সেই পরামর্শকেই এবার হাতিয়ার করে আজম খান তাঁর সম্প্রদায়ের মানুষকে সম্প্রীতির পথে হাঁটার কথা বলছেন৷

[এক ঝটকায় অনেকটা কমল পেট্রল ও ডিজেলের দাম]

এদিকে, রাম মন্দিরের দাবি তুলে পিটিশন ফাইল করেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী৷ সুপ্রিম কোর্টের পরামর্শের পর তিনি বলেন, মন্দির ও মসজিদ অবশ্যই তৈরি হওয়া উচিত৷ তবে মসজিদ সরযূ নদীর অন্য পারে তৈরি হওয়া উচিত৷ কিন্তু রামের জন্মস্থানের কোনও পরিবর্তন করা সম্ভব নয়৷ শুক্রবার সেই প্রসঙ্গেই বিজেপি নেতাকে সুপ্রিম কোর্ট জানায়, আলাদতের কাছে তাঁর কথা শোনার মতো সময় নেই৷ আদালতের কথায় তাঁর গলায় আক্ষেপ সুর৷ বলেন, “আমি এই সম্পত্তি নিজের জন্য চাইছি না৷ ওরা তা রেখে দিতেই পারে৷ কিন্তু ধর্ম নিয়ে স্বাধীনভাবে বলার কি সুযোগ মিলবে না?”

The post অযোধ্যায় হোক রাম মন্দিরই, দাবি মুসলিম সংগঠনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement