সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার খরচ বাড়বে পড়ুয়াদের। হস্টেল কিংবা পিজিতে থাকতে হলে দিতে হবে ১২ শতাংশ জিএসটি (GST)। শুক্রবার এমনটাই জানিয়েছে কর্ণাটকের (Karnataka) অথোরিটি ফর অ্যাডভান্স রুলিং (AAR) বেঞ্চ। হস্টেল এবং পিজিগুলিকে ‘আবাসিক ইউনিট’ হিসেবেই ধরা হবে। সেই সূত্রেই ১২ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে।
বেঙ্গালুরুর এএআর বেঞ্চের দাবি, পিজি বা হস্টেলগুলিকে নির্দিষ্ট কারণেই ব্যক্তি বিশেষের বাসস্থান হিসেবে ধরা যাবে না। জিএসটি সংক্রান্ত দু’টি পৃথক মামলার ভিত্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, হস্টেল ভাড়া জিএসটি ছাড়ের যোগ্য নয়। আরও বলা হয়েছে, শুধুমাত্র আবাসিক বাসস্থানের ভাড়াই জিএসটি ছাড়ের যোগ্য হতে পারে। উল্লেখ্য, ২০২২ সালের ১৮ জুলাই থেকে ১০০০ টাকা পর্যন্ত দৈনিক ভাড়ার হোটেল, ইন বা গেস্ট হাউসের ক্ষেত্রে জিএসটি-তে ছাড় তুলে দেওয়া হয়েছিল। এএআরের নয়া সিদ্ধান্তে এবার হস্টেল ভাড়ার ক্ষেত্রেও ১২ শতাংশ জিএসটি ধার্য হল।
[আরও পড়ুন: জল চাওয়ায় বিশেষভাবে সক্ষম যুবককে বেধড়ক মার! বরখাস্ত দুই জওয়ান, প্রকাশ্যে ভিডিও]
প্রসঙ্গত, বেঙ্গালুরু-সহ (Bengaluru) গোটা দেশের বিভিন্ন শহরে অসংখ্য পড়ুয়া হস্টেল কিংবা পিজিতে থাকে পড়াশোনা করেন। কর্ণাটক এএআর বেঞ্চের নয়া সিদ্ধান্তে অস্বস্তি বাড়বে তাঁদের। কারণ এবার থেকে অনেকটাই বেশি ভাড়া গুনতে হবে। ফলে ছাত্রদের সার্বিক শিক্ষা সংক্রান্ত খরচও বৃদ্ধি পাবে।