shono
Advertisement

অ্যান্টি ব়্যাগিং কমিটি এবার থেকে স্কুলেও

অভিযুক্ত পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার পর্যন্ত করা হতে পারে৷ The post অ্যান্টি ব়্যাগিং কমিটি এবার থেকে স্কুলেও appeared first on Sangbad Pratidin.
Posted: 09:44 PM Dec 10, 2016Updated: 04:14 PM Dec 10, 2016

স্টাফ রিপোর্টার: কেন্দ্রে নির্দেশিকার পর এবার আইসিএসই অনুমোদিত স্কুলগুলিতে চালু হচ্ছে অ্যাণ্টি ব়্যাগিং কমিটি৷ কলেজের মতোই সহপাঠী পড়ুয়াকে উত্ত্যক্ত করলে এবার সংশ্লিষ্ট পড়ুয়ার বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ৷ অভিযুক্ত পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার পর্যন্ত করা হতে পারে৷

Advertisement

কয়েক দিন আগেই আইসিএসইর কেরিয়ার পোর্টালে এক নির্দেশিকা জারি করে কেন্দ্র জানিয়ে দেয়, স্কুলগুলিতে ব়্যাগিং রুখতে ব্যবস্থা নিতে হবে৷ স্কুল কর্তৃপক্ষকে৷ প্রতিটি স্কুলে রাখতে হবে অ্যাণ্টি ব়্যাগিং কমিটি৷ ব়্যাগিংয়ের খবর পেলে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে৷ শনিবার আইসিএসই কাউন্সিলের তরফে প্রতিটি স্কুলে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে৷ এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য নবারুণ দে জানিয়েছেন, কেন্দ্রের এই নির্দেশিকা প্রতিটি স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ নির্দেশিকা মতো প্রতিটি স্কুলে রাখতে হবে একটি অ্যাণ্টি ব়্যাগিং কমিটি৷ কমিটিতে থাকবেন প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সিনিয়র টিচার ও অভিভাবকদের একজন প্রতিনিধি৷ কলেজের আদলে গঠিত এই অ্যাণ্টি ব়্যাগিং কমিটির কাজ হবে ব়্যাগিংয়ের খবর পাওয়া মাত্র তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া৷ যে পড়ুয়ার বিরু‌দ্ধে এই ধরনের অভিযোগ উঠবে প্রথমে তাকে মৌখিকভাবে সতর্ক করবে কমিটি৷ এতে কাজ না হলে লিখিতভাবে সংশ্লিষ্ট পড়ুয়াকে সতর্ক করা হবে৷ তাতেও কাজ না হলে পড়ুয়ার প্রোগ্রেস রিপোর্ট আটকে দেওয়া হবে৷ তারপরও যদি দেখা যায় সংশ্লিষ্ট ছাত্রটি একই ধরনের কাজে লিপ্ত রয়েছে সেক্ষেত্রে আইন মেনে পড়ুয়াটিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেবে ওই কমিটি৷

কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা৷ অভিভাবকরাও এই সিদ্ধান্তে খুশি৷ কলেজগুলির মতো ইদানীং স্কুলগুলিতেও সহপাঠীকে উত্ত্যক্ত করার ঘটনা সামনে এসেছে৷ বিশেষত একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে এই ধরনের প্রবণতা বেশি লক্ষ করা যাচেছ৷ মাঝে মাঝে সামান্য শত্রূতা স্কুলের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে তা মারাত্মক আকার নিয়েছে৷ সেকথা মাথায় রেখেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নবারুণবাবু৷ শনিবারই আইসিএসই বোর্ডের আওতাধীন স্কুলগুলিতে ‘অ্যাণ্টি ব়্যাগিং’ কমিটি গড়তে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি৷

The post অ্যান্টি ব়্যাগিং কমিটি এবার থেকে স্কুলেও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement