দীপালি সেন: উচ্চমাধ্যমিক হবে সেমিস্টারে পদ্ধতিতে! এমনই ভাবনাচিন্তা করছে রাজ্যের শিক্ষাদপ্তর। আর সেই সেমিস্টার ব্যবস্থার হাত ধরেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ধরনে বড়সড় বদল আসবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পরিকল্পনা, ২০২৪ সালের মাধ্যমিক উত্তীর্ণ যে ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণিতে ভরতি হবে, তাদের থেকেই সেমিস্টার ব্যবস্থা চালু করে দেওয়া। তা হলে ওই পড়ুয়ারা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক দেবে নতুন পরীক্ষা ব্যবস্থাতেই।
বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, দু’টি সেমিস্টার পরীক্ষার মধ্যে প্রথমটি সম্পূর্ণ এমসিকিউ (বহুকল্পভিত্তিক) ভিত্তিক হবে। এবং ওএমআর-এ হবে সেই পরীক্ষা। অর্থাৎ, সাদা উত্তরপত্রে লেখার পরিবর্তে ওএমআর-এ উত্তর চিহ্নিত করতে হবে পরীক্ষার্থীদের। দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে এসএকিউ (সংক্ষিপ্ত উত্তরধর্মী) ও বর্ণনামূলক প্রশ্নে। জানা গিয়েছে, উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা নভেম্বরে ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা মার্চে হওয়ার সম্ভাবনা রয়েছে। দু’টি পরীক্ষা সম্পূর্ণভাবে পরিচালনা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর সংসদের গাইডলাইন মেনে একাদশের দু’টি সেমিস্টারের পরীক্ষা পরিচালনা করবে স্কুল।
[আরও পড়ুন: ভ্যানের চাকায় দু’টুকরো শিশু, দেহাংশ কুড়িয়ে হাসপাতালে গিয়েও হল না শেষরক্ষা, ৪৫ মিনিট পর মৃত্যু]
স্কুলজীবনের গণ্ডি ছাড়িয়ে উচ্চশিক্ষার আঙিনায় পা রাখতে চলা পড়ুয়াদের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদ সভাপতি। তাঁর কথায়, “উচ্চমাধ্যমিকের পরেই জয়েন্ট, নিটের মতো একাধিক সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন ছাত্রছাত্রীরা। তখনই প্রথমবার ওএমআর-এ পরীক্ষা দেন তারা। তার আগে উচ্চমাধ্যমিক পরীক্ষা ওএমআর-এ দিলে, তারা ব্যবস্থাটিতে অভ্যস্ত হয়ে যাবেন। ওএমআর-এ ভুল করলে কিন্তু তা সংশোধন করা যায় না। ফলে, সর্বভারতীয় পরীক্ষাগুলোতে সমস্যা হয়। ভীতিও থাকে। উচ্চমাধ্যমিকে একাধিক বিষয়ে ওএমআর-এ পরীক্ষা দিলে তাদের প্র্যাকটিস হয়ে যাবে। ভয়টাও কেটে যাবে।”
গত সোমবার মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে রাজ্য শিক্ষানীতির খসড়া। তাতে উচ্চমাধ্যমিক স্তরের পঠনপাঠনের কাঠামোয় বড়সড় বদল আনার কথা বলা রয়েছে। বলা হয়েছে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ ও দ্বাদশ শ্রেণিতে সেমিস্টার ব্যবস্থা চালু করতে পারে। এর ভিত্তিতেই উচ্চমাধ্যমিক স্তরে সেমিস্টার ব্যবস্থা চালু করা হবে। চিরঞ্জীববাবু বলেন, “সরকারি নির্দেশিকার জন্য অপেক্ষা করছি। গোটাটাই পরিকল্পনার স্তরে। যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে ২০২৪ সালের মাধ্যমিক উত্তীর্ণ যারা একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তাদের থেকে আমরা সেমিস্টার ব্যবস্থা চালু করে দেব।”