সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগে দেখা গিয়েছিল তৃণমূল (TMC) কর্মীদের পরনের টি শার্টে লেখা ‘ডোন্ট টাচ মাই বডি’। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) প্রায় একই কায়দায় কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি (Idris Ali)। দেখা গেল বিধায়কের পাঞ্জাবিতে লেখা, “ইডি সিবিআই ক্যান নট টাচ মাই বডি, আই অ্যাম আ মেল।” অর্থাৎ ইডি (ED) সিবিআই (CBI) আমাকে ছুঁতে পারবে না, কারণ আমি একজন পুরুষ।
উল্লেখ্য, নবান্ন (Nabanna) অভিযানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেডি পুলিশের উদ্দেশে ‘ডোন্ট টাচ মাই বডি’ বাক্যটি ব্যবহার করেছিলেন। একাধিক সংবাদমাধ্যমে দেখা গিয়েছিল, ওইদিন মহিলা পুলিশরা শুভেন্দুকে আটক করতে এলে তিনি আপত্তি করেন। তখনই বলেন, “ডোন্ট টাচ মি। ডোন্ট টাচ মাই বডি। ইউ আর লেডি। কল ইয়োর মেল কলিগস।” আমাকে ছোঁবেন না। আমার শরীরে হাত দেবেন না। আপনি একজন মহিলা। আপনার পুরুষ সহকর্মীকে ডাকুন। শুভেন্দুর এই মন্তব্যে তৃণমূল কটাক্ষ করলে একটি ভিডিওতে গেরুয়া নেতা দাবি করেন, “আমি প্রত্যেক নারীর মধ্যে মা দুর্গাকে দেখি।”
[আরও পড়ুন: এবার গঙ্গার নিচ দিয়ে চলবে পণ্যবাহী গাড়ি! টানেল তৈরির জন্য শুরু সমীক্ষা]
শুভেন্দুর “ডোন্ট টাচ মাই বডি” মন্তব্য নিয়ে সাম্প্রতিক জলঘোলার বহু আগে থেকেই সিবিআই একচক্ষু বলে অভিযোগ করে আসছে তৃণমূল। পশ্চিমবঙ্গের শাসক দলের অভিযোগ, ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বেছে বেছে তৃণমূল নেতাদের হেনস্থা করছে। বিজেপি করায় ছাড় পাচ্ছে শুভেন্দু অধিকারী। দুয়ে মিলে ইদ্রিশের অভিনব পাঞ্জাবি-কটাক্ষ বিরোধী দলনেতাকে, “ইডি সিবিআই ক্যান নট টাচ মাই বডি, আই অ্যাম আ মেল।” একটি ভিডিওতে দেখা গিয়েছে পোশাকে এই লেখার পাশাপাশি ইদ্রিস বলছেন, “কিছু বিজেপি নেতা আছেন, তারা মনে করেন ইডি-সিবিআই ওদের ছুঁতে পারবে না।”
[আরও পড়ুন: স্থায়ী পুনর্বাসনের দাবি, টালা ব্রিজ উদ্বোধনের দিনই বিক্ষোভ]
এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে তৃণমূল কর্মীদের টি শার্টে লেখা দেখা গিয়েছিল, ‘ডোন্ট টাচ মাই বডি’। যদিও তৃণমূল নেতাদের বক্তব্য ছিল, পুজোর সময় যাতে করোনার (Covid) তৃতীয় ঢেউ আছড়ে না পড়ে, সেই কারণেই সতর্কতা। রাস্তায়, বাজারে বা মণ্ডপে ভিড় থেকে দূরে থাকার পরামর্শ।