shono
Advertisement

দু’দিনে ২ ভারতীয় পাইলটের মৃত্যু, মাঝআকাশে হৃদরোগে আক্রান্ত একজন

বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েন এক পাইলট।
Posted: 05:00 PM Aug 17, 2023Updated: 05:00 PM Aug 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার মিয়ামি থেকে চিলিগামী একটি উড়ানের পাইলটের মৃত্যু হয়েছে বিমানের শৌচালয়ে। যার পর ওই বিমানটিকে জরুরি অবতরণ করান সহকারি। এবার দুই ভারতীয় পাইলটের মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়াল। একজনের মৃত্যু হয়েছে বিমানবন্দরে। আরেক জনের মৃত্যু হয়েছে মাঝআকাশে। যদিও সেই সময় কর্তব্যরত অবস্থায় ছিলেন না তিনি। দুই ভারতীয় পাইলটের আকস্মিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন সংস্থা (DGCA)।

Advertisement

বৃহস্পতিবার বিমান সংস্থা ইন্ডিগার (Indigo) পাইলট নাগপুর বিমানবন্দরে আচমকা অচৈতন্য হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর। খানিক পরে দুপুর ১টা নাগাদ নাগপুর থেকে পুনেগামী বিমান ওড়ানোর কথা ছিল তাঁর। বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, ২৭ ঘণ্টা বিশ্রাম নেওয়ার পর এদিন কাজে যোগ দিয়েছিলেন পাইলট। নির্দিষ্ট বিরতিতে তিনটি বিমান ওড়ানোর কথা ছিল আজ। তার আগেই অপ্রীতিকর ঘটনা ঘটে।

[আরও পড়ুন: দিলীপকে দিল্লিতে জরুরি তলব শাহর, এবার কি মানভঞ্জনের পালা?]

অন্যদিকে বুধবার কাতার এয়ারওয়েসের (Qatar Airways) এক ভারতীয় পাইলটের মৃত্যু হয়েছে দিল্লি থেকে দোহাগামী উড়ানে। ঘটনার সময় তিনি প্যাসেঞ্জার কেবিনে ছিলেন বলে জানা গিয়েছে। সেখানেই বিমানের অতিরিক্ত পাইলট হৃদরোগে আক্রান্ত হন। এবং মৃত্যু হয় তাঁর। মৃত ব্যক্তি এর আগে স্পাইস জেট, অ্যালায়েন্স জেট এবং সাহারা-র জন্য কাজ করেছেন।

[আরও পড়ুন: রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনের ফ্ল্যাট থেকে পরিচারিকার দেহ উদ্ধার, কীভাবে মৃত্যু, তদন্তে পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement