সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ি, গাড়ি থেকে টাকা জমা-খরচ সবেতেই এখন আধারের প্রয়োজন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়ার শক্ত ভিত হয়ে উঠেছে এই পরিচয়পত্র৷ কিন্তু এখনও বহুক্ষেত্রে এর প্রচলনে সমস্যা হচ্ছে৷ বিশেষ করে পেনশনভোগী প্রবীণদের ক্ষেত্রে৷ সেই কথা মাথায় রেখেই সিদ্ধান্ত বদল করল ইপিএফও৷ প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে গেলে আর আধার কার্ডের প্রয়োজন হবে না পেনশনভোগীদের৷ এমনটাই জানা গিয়েছে ইপিএফও’র এক সিনিয়র আধিকারিক সূত্রে৷
দৌলতরামের সাহায্যে এগিয়ে এল মুম্বইয়ের হাসপাতাল
জানুয়ারি মাসের প্রথমের দিকে সমস্ত পেনশনভোগীদের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছিল৷ কিন্তু প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে আধার নম্বর জুড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নানা অসুবিধার মুখে পড়তে হয় পেনশনভোগীদের৷ অবসর গ্রহণের পর তাঁদের পেনশন পেতে যাতে কোনওভাবেই নাজেহাল না হতে হয় সেই জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷
রাগের বশে ভোট বয়কট করল আমেঠির এই গ্রাম
তবে এই নিয়ম শুধু তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা ১০সি ফর্ম ফিলাপ করে টাকা তুলে নিতে চান৷ যারা ১০ডি ফর্ম ফিলাপ করবেন অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের টাকা যাঁরা জমা রাখতে চান, তাঁদের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক বলেই জানানো হয়েছে৷
এই ছয় মেট্রো স্টেশনে এবার মিলবে ওলা পরিষেবা
The post আধার ছাড়াই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন পেনশনভোগীরা appeared first on Sangbad Pratidin.