shono
Advertisement

আধার ছাড়াই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন পেনশনভোগীরা

পেনশনভোগীদের অসুবিধার কথা ভেবেই সিদ্ধান্ত বদল ইপিএফও’র৷ The post আধার ছাড়াই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন পেনশনভোগীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:25 PM Feb 28, 2017Updated: 01:55 PM Feb 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ি, গাড়ি থেকে টাকা জমা-খরচ সবেতেই এখন আধারের প্রয়োজন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়ার শক্ত ভিত হয়ে উঠেছে এই পরিচয়পত্র৷ কিন্তু এখনও বহুক্ষেত্রে এর প্রচলনে সমস্যা হচ্ছে৷ বিশেষ করে পেনশনভোগী প্রবীণদের ক্ষেত্রে৷ সেই কথা মাথায় রেখেই সিদ্ধান্ত বদল করল ইপিএফও৷ প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে গেলে আর আধার কার্ডের প্রয়োজন হবে না পেনশনভোগীদের৷ এমনটাই জানা গিয়েছে ইপিএফও’র এক সিনিয়র আধিকারিক সূত্রে৷

Advertisement

দৌলতরামের সাহায্যে এগিয়ে এল মুম্বইয়ের হাসপাতাল

জানুয়ারি মাসের প্রথমের দিকে সমস্ত পেনশনভোগীদের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছিল৷ কিন্তু প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে আধার নম্বর জুড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নানা অসুবিধার মুখে পড়তে হয় পেনশনভোগীদের৷ অবসর গ্রহণের পর তাঁদের পেনশন পেতে যাতে কোনওভাবেই নাজেহাল না হতে হয় সেই জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷

রাগের বশে ভোট বয়কট করল আমেঠির এই গ্রাম

তবে এই নিয়ম শুধু তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা ১০সি ফর্ম ফিলাপ করে টাকা তুলে নিতে চান৷ যারা ১০ডি ফর্ম ফিলাপ করবেন অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের টাকা যাঁরা জমা রাখতে চান, তাঁদের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক বলেই জানানো হয়েছে৷

এই ছয় মেট্রো স্টেশনে এবার মিলবে ওলা পরিষেবা

The post আধার ছাড়াই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন পেনশনভোগীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement