shono
Advertisement

আচমকা ইস্তফা দিলেন মোদির দপ্তরের প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্র

প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই আমলা। The post আচমকা ইস্তফা দিলেন মোদির দপ্তরের প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্র appeared first on Sangbad Pratidin.
Posted: 12:52 PM Aug 31, 2019Updated: 01:24 PM Aug 31, 2019

দীপাঞ্জন মণ্ডল,নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধানসচিব পদ থেকে ইস্তফা দিলেন নৃপেন্দ্র মিশ্র। মোদির অন্যতম ঘনিষ্ঠ আমলা ছিলেন উত্তরপ্রদেশের ক্যাডারের এই আইপিএস অফিসার। শুক্রবার প্রধানমন্ত্রী নিজেই টুইট করে এই খবর জানান। মোদি এদিন টুইটে লেখেন, পাঁচ বছরের বেশি সময় ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নৃপেন্দ্র মিশ্র। তাঁর সঙ্গে নিজের অভিজ্ঞতাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বলেন, “২০১৪ সালে দিল্লিতে এলে তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাঁর সহযোগিতা ছিল অত্যন্ত মূল্যবান।” পাশাপাশি এক সরকারি বিবৃতি জারি করেও এই বিষয়ে জানানো হয়েছে। সেই বিবৃতিতে নৃপেন্দ্র মিশ্রের বক্তব্য পেশ করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: অনবদ্য বিরাট, দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে সন্তোষজনক জায়গায় ভারত]

সরকারি বিবৃতি অনুযায়ী নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, “আমার সৌভাগ্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের সেবা করেছি। আর আমাকে এই কাজের সুযোগ দেওয়ার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ প্রধানমন্ত্রীর কাছে। পাঁচবছরের বেশি সময় ধরে আমি আমার কাজ খুব ভালভাবে উপভোগ করেছি। যদিও এখন সময় এসে এগিয়ে যাওয়ার কিন্তু আমি সাধারণ মানুষের স্বার্থে ও দেশের স্বার্থে সবসময় রয়েছি। আমি আমার সহকর্মী-সহ সকলকে ধন্যবাদ জানাই। আমি প্রধানমন্ত্রীকেও শুভেচ্ছা জানাই যাতে তিনি দেশকে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যান।” যদিও প্রধানমন্ত্রী তাঁকে আরও দু’সপ্তাহের জন্য নিজের দায়িত্ব পালন করার অনুরোধ করেছেন এবং সেই সঙ্গে উত্তরপ্রদেশ ক্যাডারের প্রাক্তন আইএএস অফিসার পি কে সিনহাকে প্রধানমন্ত্রীর দপ্তরের ওএসডি বা অফিসার ইন স্পেশাল ডিউটি হিসাবে নিযুক্ত করা হয়েছে বলেই এদিন জানানো হয়েছে সরকারি বিবৃতিতে। তাছাড়া, এদিন প্রধানমন্ত্রীর দপ্তরের ডিরেক্টর পদে সৌরভ শুক্লাকে নিয়োগ করেছে কেন্দ্র। ২০২২-এর ১৯ অক্টোবর পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ পর্যন্ত তিনি এই পদে থাকবেন।

নির্বাচনের পরেই প্রধানমন্ত্রীর কাছে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন নৃপেন্দ্র মিশ্র। কিন্তু তাঁকে আরও কিছুদিন কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। তাঁর অনুরোধেই এত দিন ওই পদে ছিলেন ৭৪ বছর বয়সি ক্যাবিনেট পদমর্যাদার এই আমলা। তিনি সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত কাজ চালিয়ে যাবেন। তাঁর পদে স্থলাভিষিক্ত হবেন পি কে সিনহা। উল্লেখ্য, ২০০৬ সালে টেলিকম রেগুলটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই) চেয়ারপার্সন হন নৃপেন্দ্র মিশ্র। এছাড়াও টেলিকম কমিশনের চেয়ারপার্সন, ফার্টিলাইজারস সেক্রেটারি পদও অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলাতে দেখা গিয়েছে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী ছাত্রকে। আইএএস অফিসার হিসাবে উত্তরপ্রদেশ সরকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন তিনি।

[আরও পড়ুন: ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরি তরুণীদের বিয়ে, হাজতে দুই বিহারি ভাই]

অন্যদিকে, এদিনই নতুন ক্যাবিনেট সচিব হিসাবে রাজীব গৌবাকে নিযুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। ঝাড়খণ্ড ক্যাডারের আইএএস অফিসার রাজীব গৌবা। এর আগে তিনি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রসচিব, নগরোন্নয়ন মন্ত্রকের সচিব, ঝাড়খণ্ড সরকারের প্রধান সচিব এই রকম বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলে এসেছেন। এমনকী, আন্তর্জাতিক মনিটারি ফান্ডে ভারতের প্রতিনিধিত্বও করেছিলেন তিনি।

The post আচমকা ইস্তফা দিলেন মোদির দপ্তরের প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার