সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত তিন বছরে দেশে রেল দুর্ঘটনার সংখ্যা বেড়েছে অনেকটাই৷ পরিসংখ্যান বলছে, দুর্ঘটনা বৃদ্ধির হার অন্তত তিনগুণ৷ শুক্রবার সংসদে নিজেই এই তথ্য পেশ করেছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল৷ এই পরিসংখ্যান প্রকাশের পর সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারের দিকেই অভিযোগের আঙুল উঠেছে৷ বলা হচ্ছে, রেলপথে যথাযথ সুরক্ষা দিতে ব্যর্থ কেন্দ্র৷
[আরও পড়ুন: মারাঠি ভাষা বাধ্যতামূলক করতে আইন সংশোধনের পথে ফড়নবিশ সরকার]
শুক্রবার লোকসভায় পীযুষ গোয়েলের পেশ করা রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০১৫-১৬ সালে দেশে রেল দুর্ঘটনার সংখ্যা ছিল মাত্র ২০টি৷ পরের বছর অর্থাৎ ২০১৬-১৭ তা বেড়ে দাঁড়ায় ৩৪৷ এর চলতি বছর এখনও পর্যন্ত রেল দুর্ঘটনার সংখ্যা ৫৯৷ অর্থাৎ গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি৷দুর্ঘটনায় দায় স্বীকার করেই রেলমন্ত্রী পীযূষ গোয়েলের ব্যাখ্যা, ৫৯ টি দুর্ঘটনার মধ্যে ১৭টি ক্ষেত্রেই দায়ী রেলের পরিকাঠামো৷ এই সংক্রান্ত নানা ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মেনে নিয়েছেন তিনি৷ সেইসঙ্গে ফের প্রতিশ্রুতি দিয়েছেন, যাত্রী সুরক্ষা ও নিরাপত্তার দিকটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে৷
ফি বছর রেল বাজেটে পরিকাঠামো উন্নয়ন, নিরাপত্তার জন্য বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ হয়৷ সেইমতো কাজও কিছুটা এগোয়৷ সম্প্রতি বিভিন্ন টার্মিনাল স্টেশনগুলিতে ওয়াইফাই, চলন্ত সিঁড়ি, বয়স্ক ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য আলাদা করে বসার জায়গায় ব্যবস্থা হয়েছে৷ রক্ষীবিহীন লেবেল ক্রসিংয়ের সংখ্যা যতটা সম্ভব কমিয়ে আনা হয়েছে৷ ট্রেনগুলিরও উন্নতি হয়েছে৷ নতুন কোচ এসেছে৷ এগুলো সবই নিরাপত্তার স্বার্থে হয়েছে বলে দাবি করেছেন বিগত রেলমন্ত্রীরা৷
[আরও পড়ুন: নৌসেনার নির্মীয়মাণ যুদ্ধজাহাজে ভয়াবহ আগুন, মৃত ১]
তবে তাতে নিরাপত্তা কতটা বেড়েছে, তা নিয়ে সংশয় ছিল বরাবরই৷ শুক্রবার রেলমন্ত্রীর পেশ করা পরিসংখ্যান থেকেই নিশ্চিত হওয়া গেল, ট্রেন, স্টেশন ইত্যাদির উন্নতি সত্বেও দুর্ঘটনার কমেনি, বরং বেড়েছে৷ আর এখানেই দেশের সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যম রেল পরিষেবা নিয়ে ক্ষোভ বাড়ছে জনগণের৷ মোদির দ্বিতীয় ইনিংসেও রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ এবারের বাজেটে তিনি রেলের এইসব অসুখ সারিয়ে তুলতে পারেন কি না, সেটাই দেখার৷
The post পরিকাঠামো উন্নয়নই সার, ক্রমবর্ধমান রেল দুর্ঘটনার খতিয়ান পেশ মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.