shono
Advertisement

Breaking News

OMG! হবু বরের সঙ্গে এসবই করে বেড়ালেন সোফিয়া

এমন খুল্লমখুল্লা 'সন্ন্যাসিনী' আগে দেখেছেন??? The post OMG! হবু বরের সঙ্গে এসবই করে বেড়ালেন সোফিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 04:57 PM Mar 19, 2017Updated: 11:33 AM Mar 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : বিগ বসে অংশ নেওয়ার পর সোফিয়া হায়াতকে বেশ চিনেছেন লোকজন। কিছু একটা উদ্ভট কাণ্ড ঘটিয়ে ঠিক লোকের মনোযোগ পাওয়ার চেষ্টা করেন। এক সময় টু-পিস পরে রগরগে ছবি তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন। সেই সোফিয়াই হঠাৎ একদিন ঘোষণা করে দিলেন তাঁর নাকি এসব ভোগ-বিলাসে মোটে মোহ নেই। সন্ন্যাসিনী হয়ে গিয়েছেন তিনি। এ পর্বেও কম নাটক হয়নি। আবার নিজেই ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে জানিয়েছেন তিনি বিয়ে করছেন। পাত্র রোমানিয়ার ইন্টেরিয়ার ডিজাইনার। আগামী ২৪ এপ্রিল তাঁরা বিয়ে করছেন। এবার প্রি-ওয়েডিং ফোটোশুট করে ফের শিরোনামে এই ‘ড্রামা কুইন’। দেখুন হবু বরের সঙ্গে সোফিয়ার সেইসব ছবি…

Advertisement

The post OMG! হবু বরের সঙ্গে এসবই করে বেড়ালেন সোফিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement