shono
Advertisement

Breaking News

‘স্তনের ওপর ট্যাটু দেখাতেই হবে!’, ইদের শুভেচ্ছা জানাতে গিয়ে কটাক্ষের শিকার নুসরত

ভিডিও বার্তার মাধ্যমে ইদের শুভেচ্ছা জানান নুসরত। তাতেই কটাক্ষ শুরু হয়ে যায়।
Posted: 09:12 AM May 04, 2022Updated: 11:51 AM May 04, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসিমুখে ইদের (Eid 2022) শুভেচ্ছা জানিয়েছিলেন। তার জন্যই কটাক্ষের শিকার হতে হল নুসরত জাহানকে (Nusrat Jahan)। তিনি হিন্দু না মুসলিম, তোলা হল এই প্রশ্ন। “স্তনের ওপর ট্যাটু দেখাতেই হবে!”, করা হল এমন মন্তব্য।  

Advertisement

 

মঙ্গলবার  ভিডিও বার্তার মাধ্যমে নিজের অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানান নুসরত। তিনি বলেন, “সবাইকে আমার তরফ থেকে ইদ মুবারক। সর্বশক্তিমান যেন আপনার ও আপনার পরিবারকে কাঙ্খিত আশীর্বাদ দেন। আপনার জীবনে খুশি এবং সমৃদ্ধিতে ভরে যাক। আনন্দের ও শান্তিপূর্ণ ইদের শুভেচ্ছা।”

[আরও পড়ুন: ‘তুলনা তো আসবেই’, ইন্দ্রনীলের ‘ফেলুদা’ হওয়া নিয়ে মুখ খুললেন টোটা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement