সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি নিয়ে বেফাঁস মন্তব্য করে নেটদুনিয়ায় প্রশ্নের মুখে নুসরত জাহান (Nusrat Jahan)। সংবাদমাধ্যমকে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলে বসেন সন্দেশখালিতে ‘১৭৪ ধারা’ চলছে। তাই সেখানে যাওয়া এখন উচিত হবে না। এতেই তুমুল শোরগোল।
জমি, ভেড়ি দখল। নারী নির্যাতন। একের পর এক নালিশের পাহাড় সন্দেশখালিতে (SandeshKhali)। আর তাতেই সরগরম রাজ্য-রাজনীতি। সংবাদমাধ্যমকে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে নুসরত বলেন, “আমি কিন্তু এখনও পর্যন্ত দলের নির্দেশ মেনে চলি। আমার মনে হয় একটা সিচুয়েশন সন্দেশখালিতে তৈরি হয়েছে। রাজ্য প্রশাসন কিন্তু প্রত্যেক দিনই স্থানীয়দের সাহায্য পাঠাচ্ছে। যা যা করার তা করা হচ্ছে। আমি নিজে সেখানকার প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। যার যার সাথে যোগাযোগ রাখার কথা নিয়মিতভাবে সেটা আমি করছি।”
[আরও পড়ুন: লক্ষ্য লোকসভা নির্বাচন, ব্রিগেড শেষে টানা ২ মাস প্রচারে অভিষেক]
এর পরই আবার তারকা সাংসদ বলেন, “আমার সন্দেশখালি যাওয়া বা না যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে কেন জানি না। মানুষকে আমি হতাশ না করে বলতে চাই ওখানে একটা সিচুয়েশন চলছে। ১৭৪-এর যে সিচুয়েশনটা আছে, সেখানে আমি যদি যাই সেখানে আমি আরও পাঁচজনকে তো নিয়ে যাব সঙ্গে করে। সেটা আইনের বিরুদ্ধ হয়। আর আমি অবশ্যই এমন কিছু করব না যা আইন-কানুনের বিরুদ্ধাচারণ হবে। মনে রাখবেন আমরা আইনের উর্ধ্বে নই। সবসময় এটা মনে রাখতে হবে এবং আমাদের সিস্টেমের উপর এবং প্রশাসনের উপর একটু ভরসা রাখতে হবে। মানুষ অবশ্যই বিচার পাবে।”
১৪৪ ধারার বদলে তারকা সাংসদের মুখে ‘১৭৪ ধারা’! এতেই উত্তাল নেটপাড়া। মঙ্গলবার নুসরত এক অনুষ্ঠানের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন। তার কমেন্টবক্সে লেখা হয়, “সন্দেশখালি গেলেন? কি বলেছেন ১৭৪ ধারা চলছে? ওটা কোন দেশের সংবিধানের নিয়মানুযায়ী?” অভিনেত্রীকে ‘বাংলার কলঙ্ক’ বলেও কটাক্ষ করা হয়। “সন্দেশখালি জ্বলছে। আর আপনি সেখানে না গিয়ে এইসব পোস্ট করছেন?”, এমন প্রশ্নও করা হয়।