shono
Advertisement

Breaking News

‘মানুষের প্রতি কৃতজ্ঞ’, সাংসদ হওয়ার পর প্রথমবার বসিরহাটে গিয়ে আপ্লুত নুসরত

ইদের আগে দরিদ্র মানুষদের হাতে তুলে দিলেন জামাকাপড়৷ The post ‘মানুষের প্রতি কৃতজ্ঞ’, সাংসদ হওয়ার পর প্রথমবার বসিরহাটে গিয়ে আপ্লুত নুসরত appeared first on Sangbad Pratidin.
Posted: 04:17 PM Jun 03, 2019Updated: 04:55 PM Jun 03, 2019

নবেন্দু ঘোষ, বসিরহাট: সাংসদ হতে পারলে মানুষের পাশে থাকবেন বলে কথা দিয়েছিলেন তিনি৷ ভোট মিটে যাওয়ার পর সেই প্রতিশ্রুতি পূরণ করলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান ইদের আগে দরিদ্র মানুষদের হাতে তুলে দিলেন জামাকাপড়৷ নিজের কেন্দ্রের সাংসদের হাত থেকে শাড়ি নিয়ে বেজায় খুশি স্থানীয়রাও৷

Advertisement

[ আরও পড়ুন: ‘পুলিশের জিভ ছিঁড়ে নেব’, হুমকি দিয়ে বিতর্কে বীরভূমের বিজেপি নেতা]

বস্ত্র বিতরণী অনুষ্ঠানের পর এদিন জনসভাও করেন বসিরহাটের তারকা সাংসদ৷ লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন নুসরত জাহান৷ এই সাফল্যের জন্য স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানান অভিনেত্রী-সাংসদ৷ তিনি বলেন, ‘‘আমি কৃতজ্ঞ প্রতিটি মানুষের কাছে৷ আমার একটা আশা ছিল। আপনারা সম্মান দিয়ে সেই জায়গা দিয়েছেন৷ বসিরহাটের মানুষের জন্য আমরা এখানে রয়েছি৷ আমি চাইব আগামী দিনে এভাবেই বসিরহাটের মানুষের কাজে আসতে৷ আপনাদের মন জয় করেছি৷ আরও মন জয় করব৷’’

[ আরও পড়ুন: ‘বিজেপি করলে মাথা কেটে নিয়ে যাব’, হুমকি পোস্টারে চাঞ্চল্য মধ্যমগ্রামে]

লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই বারবার বিরোধীদের সমালোচনার শিকার হয়েছেন নুসরত জাহান৷ তারকা ইমেজকে কাজে লাগিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট আসনটি দখল করার চেষ্টা করছেন বলেও সুর চড়ায় বিরোধীরা৷ আবার কখনও বিরোধীরা অভিযোগ করেছেন, নুসরতকে প্রার্থী নির্বাচন করে ধর্মকে হাতিয়ার করে ভোটবাক্স ভরানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে নিন্দুকদের দাবি খারিজ করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো স্বয়ং৷ নুসরতের উপর আস্থা রয়েছে বলেই বারবার জানিয়েছেন তিনি৷ নেত্রীর আস্থা যদিও বিফলে যায়নি৷বিপুল ভোটে জয়ী হয়েছেন টলিউড তারকা৷ তবে তাতেও সমালোচনা পিছু ছাড়েনি নুসরতের৷ হালফ্যাশনের পোশাক পরে প্রথমদিন সংসদে গিয়ে ছবি তুলেও সমালোচনার শিকার হয়েছেন বসিরহাটের নবনির্বাচিত সাংসদ৷ নিজের লোকসভা কেন্দ্রের জন্য আদৌও কোনও কাজ নুসরত করবেন কি না, তা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই৷ যদিও সমালোচকদের উত্তর দেননি নুসরত৷ কিন্তু অনেকের মতে, সোমবার নাকি নিজের কাজের মধ্যে দিয়ে নিন্দুকদের জবাব দিলেন তারকা সাংসদ৷ 

দেখুন ভিডিও:

The post ‘মানুষের প্রতি কৃতজ্ঞ’, সাংসদ হওয়ার পর প্রথমবার বসিরহাটে গিয়ে আপ্লুত নুসরত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement