shono
Advertisement

Breaking News

ODI World Cup 2023: ‘বাবরকে কাঁদতে দেখেছি’, তীব্র সমালোচিত বাবরের পাশে ইউসুফ

আফগানদের কাছে হারের পরে সমালোচনায় রক্তাক্ত পাক অধিনায়ক।
Posted: 06:16 PM Oct 25, 2023Updated: 06:16 PM Oct 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবর আজমের (Babar Azam) নেতৃত্ব নিয়ে তীব্র সমালোচনা চলছে পাকিস্তানে (Pakistan)। প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি বাবরকে পরামর্শ দিয়ে বলেছেন, নেতৃত্ব ছেড়ে দিক বাবর আজম। তাহলে ব্যাটিংয়ের উপরে মনোনিবেশ করতে পারবেন।
প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ ইউসুফ (Mohammad Yousuf) অবশ্য বাবর আজমের পাশে দাঁড়িয়ে বলছেন, আফগানিস্তানের কাছে হারের পরে পাক অধিনায়ক চোখের জলও ফেলেন। ইউসুফ বলেন, ”আমি সাংবাদিক বৈঠক দেখেছি। পরের দিন বাবর আজমকে বিব্রত দেখিয়েছে। আমি শুনেছি, আফগানিস্তানের কাছে হারের পরে কান্নাকাটি করেছে বাবর। দলের হারের পিছনে বাবর একা দায়ী নয়। গোটা দল এবং টিম ম্যানেজমেন্ট দায়ী। এই কঠিন সময়ে বাবরের পাশে রয়েছি আমরা। গোটা দেশ ওর পাশে রয়েছে।” 

Advertisement

[আরও পড়ুন: ‘ক্রিকেট বলের মতো ছুড়ে ফেলে দেব’, কানেরিয়াকে হুমকি বিজেপি নেতার, কিন্তু কেন?]

 

মহম্মদ ইউসুফ পাক অধিনায়কের পাশে থাকলেও শাহিদ আফ্রিদি কিন্তু বাবর আজমের নেতৃত্বের সমালোচনা করেছেন। আফ্রিদিকে বলতে শোনা গিয়েছে, ”খেলার উপরে যখন ফোকাস থাকে না, তখন ফিল্ডিংয়ে এমন খামতি দেখা যায়। আমরা অলৌকিক কিছুর অপেক্ষায় রয়েছি। অলৌকিক ঘটনা সব সময়ে ঘটে না। অলৌকিক ঘটনা ঘটে সাহসী লোকের সঙ্গেই। কারণ সাহসী মানুষ জানে কীভাবে লড়াই করতে হয়।” 

[আরও পড়ুন: বিশ্বকাপের পরই নেতৃত্ব খোয়াবেন বাবর আজম! পাক অধিনায়ক হওয়ার দৌড়ে তিন তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement