shono
Advertisement

ODI World Cup 2023: ‘আমরা হলে করতাম না’, ‘টাইমড আউট’ বিতর্কে শাকিবকে খোঁচা দ্রাবিড়ের

শেষ হয়েও হচ্ছে না 'টাইমড আউট' বিতর্ক।
Posted: 04:50 PM Nov 11, 2023Updated: 04:50 PM Nov 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘টাইমড আউট’ (Timed Out) বিতর্ক শেষ হয়েও শেষ হয়নি। এবার ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়কেও (Rahul Dravid) এই প্রশ্নের সম্মুখীন হতে হল।
সুযোগ পেলে ভারতীয় দল কি এমন আউটের জন্য আবেদন করত? রবিবার নেদারল্যান্ডসের (Netherlands) বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগে ‘টাইমড আউট’ প্রসঙ্গে ‘মিস্টার ডিপেনডেবল’ বলেন, ভারত এমন আউটের আবেদনই করত না।

Advertisement

[আরও পড়ুন: নেদারল্যান্ডসের বিরুদ্ধে কি খেলবেন রোহিত-কোহলিরা? ইঙ্গিত মিলল দ্রাবিড়ের সাংবাদিক বৈঠকে]

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউজের বিরুদ্ধে ‘টাইমড আউট’-এর আবেদন করেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। সেই আবেদনের ভিত্তিতে আম্পায়ার আউট দেন ম্যাথিউজকে। সাংবাদিক বৈঠকে শ্রীলঙ্কার সিনিয়র ক্রিকেটার বিস্ফোরণ ঘটিয়ে বলেছিলেন, ”অন্য কোনও দল হলে এমন আবেদন করতই না।”
শনিবার সাংবাদিক বৈঠকে রাহুল দ্রাবিড় এই প্রসঙ্গে বলেন, ”আমরা হলে হয়তো এমন আবেদন করতামই না। কিন্তু এর জন্য কাউকে দোষ দেওয়া যায় না।”
দ্রাবিড় অবশ্য বাংলাদেশ অধিনায়ককে দোষী সাব্যস্ত করছেন না। নিয়মের মধ্যে থেকেই শাকিব আবেদন করেছেন টাইমড আউটের। দ্রাবিড় বলেছেন, ”এর জন্য কাউকে দোষ দেওয়া যায় না। কারণ নিয়মের মধ্যে থেকেই আউটের আবেদন করেছে। সত্যি কথা বলতে কী, ও নিয়ম মেনেই চলেছে।”
‘টাইমড আউট’-এর আবেদন কোনও দল গ্রহণ করবে কিনা, তা সম্পূর্ণ সেই দলের উপরে নির্ভর করছে। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। 

[আরও পড়ুন:টসেই বাজল বিদায় ঘণ্টা, ইডেনে ম্যাচের শুরুতেই ছিটকে গেল পাকিস্তান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement