shono
Advertisement

Breaking News

ODI World Cup 2023: পাক ম্যাচের শুরুতে বিরাট ভুল করে ফেললেন কোহলি, ব্যতিক্রমী সিদ্ধান্ত রোহিতের

কী সেই সিদ্ধান্ত?
Posted: 04:09 PM Oct 14, 2023Updated: 04:09 PM Oct 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলিও (Virat Kohli) ভুল করেন! আহমেদাবাদের বারুদে ঠাসা ম্যাচের আগে ভুল জার্সি পরে মাঠে নেমে পড়েন কোহলি। পরে নিজের ভুল বুঝতে পেরে আবার জার্সি পরিবর্তন করেন বিরাট। কিন্তু ততক্ষণে নেটদুনিয়ায় বিরাটের ছবি ছড়িয়ে পড়ে। ভুলবশত সাদা স্ট্রাইপ দেওয়া টিম ইন্ডিয়ার জার্সি পরে মাঠে নেমে পড়েছিলেন কোহলি। পরে নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই ভারতের তেরঙ্গা স্ট্রাইপ দেওয়া জার্সি পরে নেন বিরাট। 

Advertisement

[আরও পড়ুন: হায়দরাবাদের সমর্থন আহমেদাবাদে বদলে গেল টিটকিরিতে, এ কী শুনতে হল বাবরকে!]

এদিকে রোহিত শর্মা (Rohit Sharma) স্রোতের বিপরীতে সাঁতার কাটলেন। আহমেদাবাদে টস জিতে রোহিত শর্মা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। এখনও পর্যন্ত বিশ্বকাপে সবকটি ভারত-পাক ম্যাচে যে অধিনায়ক টস জিতেছেন, সেই অধিনায়কই প্রথমে ব্যাটিং নিয়েছেন। কিন্তু হিটম্যান এবার টস জিতে প্রথমে ব্যাটিং না নিয়ে ফিল্ডিং নেন। এতদিন পর্যন্ত দুদেশের কোনও অধিনায়কই ভারত-পাক ম্যাচে টস জিতে ফিল্ডিং নেননি। এবারই ব্যতিক্রম। এখনও পর্যন্ত পঞ্চাশ ওভারের বিশ্বকাপে সাতবারই ভারত জিতেছে। 

[আরও পড়ুন:ICC ODI World Cup 2023: বিরাট ম্যাচ দেখতে আহমেদাবাদে অনুষ্কা, মাঝআকাশে সেলফি তুললেন শচীনের সঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement