shono
Advertisement

অ্যাম্বুল্যান্স ঢোকে না গ্রামে, হাসপাতালে রোগী পৌঁছাতে ভরসা খাটিয়াই

মাইলের পর মাইল রাস্তা রোগীকে নিয়ে যেতে হয় খাটিয়ায় চাপিয়ে। The post অ্যাম্বুল্যান্স ঢোকে না গ্রামে, হাসপাতালে রোগী পৌঁছাতে ভরসা খাটিয়াই appeared first on Sangbad Pratidin.
Posted: 10:18 AM Sep 29, 2018Updated: 10:18 AM Sep 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদির স্বপ্নের ‘ডিজিটাল ইন্ডিয়া’র সব থেকে বড় বিজ্ঞাপন দেখা দিল ওড়িশার ময়ূরভঞ্জে৷ যেখানে এখনও অধরা ন্যূনতম নাগরিক পরিষেবা৷ বেহাল স্বাস্থ্য৷ চিকিৎসার প্রয়োজনে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে পাড়ি দিতে হয় কয়েক কিলোমিটার পথ৷ শুধু কী তাই, গ্রামে বেহাল রাস্তায় পরিবহণ ব্যবস্থার গণেশ উল্টে গিয়েছে অনেক আগেই৷ ফলে, বাধ্য হয়েই খাটিয়ায় চাপিয়ে রোগীকে কয়েক কিলোমিটার টেনে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন স্থানীয় বাসিন্দারা৷

Advertisement

[মোদির পাশে দাঁড়ানোর জের, পওয়ারের দল ছাড়লেন হেভিওয়েট নেতা]

স্থানীয়দের অভিযোগ, জেলা হাসপাতালে যোগাযোগকারী প্রধান সড়কের অবস্থা একবারেই বেহাল৷ ফলে, অতিরিক্ত কয়েক কিলোমিটার পথ পেরিয়ে ঘুরপথে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়াটাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের৷ কিন্তু, শত বাধা পেড়িয়েও রোগীকে বাঁচাতে শেষ অবলম্বন খাঁটিয়া৷ হাসপাতালে পরিষেবা থাকলেও রাস্তার হাল এতটাই খারাপ, যে গ্রামে কোনও ভাবেই ঢুকতে পারে না অ্যাম্বুল্যান্স৷ হাঁটাও দায়৷ ফলে, নূন্যতম স্বাস্থ্য পরিষেবা পেতে ঘুরপথে হাসপাতালে পৌঁছানো ছাড়া আর কোনও বিকল্প পথ খোলা নেই বাসিন্দাদের কাছে৷ স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনিক কর্তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও তার কোনও সমাধান হয়নি৷

[অনলাইন কেনাকাটির প্রতিবাদ, ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘটে ভোগান্তি]

ওড়িশার প্রান্তিক এলাকার বাসিন্দাদের এই সমস্যা নিয়ে প্রতিবেদন পেশ করেন সংবাদ সংস্থা এএনআই৷ খবর প্রকাশিত হওয়ার পর ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গঙ্গাধর নায়েক জানান, এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেয়া হবে৷ বলেন, ‘‘রাস্তার অবস্থা ভাল না থাকায়, সেখানে  অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারে না৷ আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাস্তাগুলির সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কথা বলব৷’’

[রাহুল গান্ধী নিজেই ‘মেড ইন ইতালি’, কটূক্তি বিজেপি নেতার]

The post অ্যাম্বুল্যান্স ঢোকে না গ্রামে, হাসপাতালে রোগী পৌঁছাতে ভরসা খাটিয়াই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement