shono
Advertisement
French Cyclists

সাইকেলে দিল্লি থেকে নেপালে যাওয়া কথা, পৌঁছালেন বরেলি! গুগল ম্যাপে পথভ্রষ্ট ২ ফরাসি

তারপর কী ঘটল?
Published By: Kishore GhoshPosted: 02:32 PM Jan 25, 2025Updated: 02:32 PM Jan 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত নভেম্বরে গুগল ম্যাপের 'ভুল' রাস্তার জেরে দুর্ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশের বরেলিতে। গুগল ম্যাপের জেরে ফের বিপত্তি! এবার সাইকেলে নেপালে যেতে গিয়ে দুই ফরাসি পর্যটক পৌঁছালেন ওই বরেলিতেই। যদিও স্থানীয় মানুষের সহযোগিতায় পুলিশের সাহায্যে পরে গন্তব্যের উদ্দেশে রওনা দেন দুই পর্যাটক।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ জানুয়ারি ফ্রান্স থেকে বিমানে দিল্লিতে আসেন ব্রায়ন জ্যাকস গিলবার্ট এবং সেবাস্টিয়ান গ্র্যাবিয়েল। দুই যুবক ঠিক করেন দিল্লি থেকে উত্তরপ্রদেশের পিলিভীট হয়ে নেপালে যাবেন। আগেই ঠিক ছিল যে এই পথ সাইকেলে পাড়ি দেবেন। সেই মতো রওনাও হয়েছিলেন। যাত্রাপথে সাহায্য নেন গুগল ম্যাপের। এক সময় গুগলের মানচিত্র দেখে সর্টকার্ট নিতে গিয়ে পথ হারান। পিলিভীট হয়ে যাওয়ার পরিবর্তে বৃহস্পতিবার তাঁরা পৌঁছে যান বরেলির চুরাইলি বাঁধে।

বরেলির সার্কেল অফিসার অরুণ কুমার সিং বলেন, স্থানীয় গ্রামবাসীরা দুই ফরাসি পর্যাটককে বাঁধের উপর ঘোরাঘুরি করতে দেখেন। যদিও দুই যুবকের ভাষা বুঝতে পারেননি তারা। তখনও সন্ধে নেমে এসেছে। এক সময় দুই গিলবার্ট এবং গ্র্যাবিয়েলকে থানায় নিয়ে যান স্থানীয়রা। এরপর পুলিশ সুপারের তৎপরতায় নেপালের উদ্দেশ্যে রওনা করানো হয় পথভ্রষ্ট দুই ফরাসি যুবককে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত ৭ জানুয়ারি ফ্রান্স থেকে বিমানে দিল্লিতে আসেন ব্রায়ন জ্যাকস গিলবার্ট এবং সেবাস্টিয়ান গ্র্যাবিয়েল।
  • স্থানীয় গ্রামবাসীরা দুই ফরাসি পর্যাটককে বাঁধের উপর ঘোরাঘুরি করতে দেখেন।
Advertisement