shono
Advertisement

Breaking News

Madhya Pradesh

বাস্তবের 'ধুম'! বাইক থেকে চলন্ত ট্রাকে উঠে দুঃসাহসি চুরি, ভিডিও দেখে চমকালো নেটিজেনরা

আগ্রা-মুম্বই হাইওয়েতে ফিল্মি কায়দায় দুর্ধর্ষ চুরি!
Published By: Kishore GhoshPosted: 07:04 PM May 25, 2024Updated: 07:04 PM May 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাইওয়ে ধরে ছুটছে মালবোঝাই একটি ট্রাক। পিছন পিছন গতিমান একটি বাইক। সেই বাইক থেকে চলন্ত ট্রাকে উঠে দুঃসাহসি চুরি করছেন তিন ব্যক্তি। বলিউডের জনপ্রিয় সিনেমা 'ধুম'কে মনে করাল যে স্টান্ট। যদিও এই ঘটনা 'রিল' নয়, 'রিয়েল'। মধ্যপ্রদেশের এই ভাইরাল ভিডিও দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের।

Advertisement

আগ্রা-মুম্বই হাইওয়েতে দেওয়াস-শাহজাপুরের পথে এই বিপজ্জনক দৃশ্য রেকর্ড করা হয় একটি গাড়ি থেকে। চোখের নিমেষ ঘটে যায় দুর্ধর্ষ চুরি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মালাবোঝাই ট্রাকের পিছন পিছন ছুটছে একটি বাইক। হঠাৎই ট্রাকের উপর থেকে একটি কার্টুন নিচে ফেলে হয়। এর পর ট্রাকের পিছনে বাঁধা দড়ি বেয়ে একে একে নেমে আসেন দুই ব্যক্তি। ট্রাক থেকে চলন্ত বাইকে নামেন তাঁরা। বাইক চালকের হাত কেঁপে উঠলেও, বাইকটি বিপজ্জনকভাবে দুলে উঠলেও দুর্ঘটনা ঘটেনি। একইভাবে দ্বিতীয় ব্যক্তি নিজের কাজ সেরে ছুটে চলা ট্রাক থেকে নেমে পড়েন চলন্ত বাইকে।

 

[আরও পড়ুন: গণতন্ত্রের উৎসবে শামিল বিদেশমন্ত্রী জয়শংকর, ভোট দিয়ে পেলেন বিশেষ সার্টিফিকেট, কেন?]

মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে, এক ধরনের অভিযোগ উঠেছে দিওয়াস এবং তারানা এলাকায়। যদিও স্থানীয় মাসকি থনার পুলিশকর্তা ভীম সিং পটেল জানান, এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। কোনও ট্রাক ড্রাইভার অভিযোগ জানাননি। ভিডিওটি তার হাতে এলে প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়া হবে।

 

[আরও পড়ুন: ‘লোকে পাগল বলে বলুক’, ‘পরমাত্মা’ মন্তব্যে অনড় মোদি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগ্রা-মুম্বই হাইওয়েতে দেওয়াস-শাহজাপুরের পথে এই বিপজ্জনক দৃশ্য রেকর্ড করা হয় একটি গাড়ি থেকে।
  • মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে, এক ধরনের অভিযোগ উঠেছে দিওয়াস এবং তারানা এলাকায়।
Advertisement