shono
Advertisement
Toll Worker

৪ সেকেন্ডে সাতবার থাপ্পড় টোলকর্মীকে! মহিলা বলে সব মাপ? রেগে লাল নেটিজেনরা

মুহূর্তের মধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 07:42 PM Apr 14, 2025Updated: 07:42 PM Apr 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টোলট্যাক্স কাউন্টারে বসেছিলেন যুবক। নিজের কাজ করছিলেন। হঠাৎই এক মহিলা রণংদেহী মূর্তি নিয়ে ঢুকে পড়েন কাউন্টারে। তারপর যা কাণ্ড ঘটালেন তা রীতিমত শিউরে ওঠার মতো। ওই টোলকর্মীকে ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে থাকেন মহিলা। ৪ সেকেন্ডে সাতবার না হোক সাতবার চড় কষান তিনি! এমনকী গলাও টিপে ধরেন। এই ভিডিও ভাইরাল হতেই রেগে লাল হয়ে গিয়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, মহিলা বলে সব মাপ? যা খুশি করা যায়?

Advertisement

এই ঘটনা উত্তরপ্রদেশের হাপুরের ছিজারসি টোল প্লাজার। সেই সময় টোল সংগ্রহ করছিলেন ওই যুবক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, আচমকাই কাউন্টারে ঢুকে পড়েন মহিলা। কিছু বলার আগেই যুবকের গলা চেপে ধরেন। রীতিমত ঠেসে দেন জানলার দিকে। যুবক নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেই ঠাস ঠাস করে একের পর থাপ্পড় মারতে থাকেন মহিলা। তখন ছুটে আসেন অন্য আরেক টোলকর্মী। তিনি এসে ক্ষমা চাওয়ার পর মহিলার হাত থেকে মুক্তি পান আক্রান্ত যুবক।

কিন্তু কেমন কাণ্ড ঘটালেন ওই মহিলা? জানা গিয়েছে, তাঁর ফাসট্যাগ ব্যালান্স শেষ হয়ে গিয়েছিল। এক প্রত্যক্ষদর্শী বলেন, ওই টোলকর্মী টোলের টাকা চাইতেই ক্ষেপে যান মহিলা। এর পরই গাড়ি থেকে নেমে টোল কাউন্টারে ঢুকে পড়েন। যুবককে মারতে শুরু করেন। মুহূর্তের মধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। (যদিও এই ভিডিওর সত্যতার যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) এই ঘটনা দেখে ক্ষোভে ফুঁসে উঠেছেন নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, ৪ সেকেন্ডে সাতটা চড়!, শুধুমাত্র মহিলা বলেই কি ছাড় পেয়ে যাবেন? মহিলা হলে যা কিছু করা যায়? এখন এই ভিডিও ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম সর্বত্র ভাইরাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই ঘটনা উত্তরপ্রদেশের হাপুরের ছিজারসি টোল প্লাজার।
  • সেই সময় টোল সংগ্রহ করছিলেন ওই যুবক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, আচমকাই কাউন্টারে ঢুকে পড়েন মহিলা।
  • কিছু বলার আগেই যুবকের গলা চেপে ধরেন। রীতিমত ঠেসে দেন জানলার দিকে।
Advertisement