shono
Advertisement
Bihar

ট্রেনে উঠতে না পেরে অধরা কুম্ভস্নান, ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি যুবকের

রেল আধিকারিকদের কাছে সাহায্য চাইলেও কোনও সাহায্য করেননি তাঁরা।
Published By: Amit Kumar DasPosted: 07:19 PM Jan 31, 2025Updated: 08:47 PM Jan 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিকিট কেটেও রেলের গাফিলতিতে মহাকুম্ভগামী ট্রেনে উঠতে পারেননি। পুণ্যের সুযোগ হাতছাড়া হওয়ায় ভারতীয় রেলের কাছে বিপুল টাকা ক্ষতিপূরণের দাবি জানালেন বিহারের যুবক। রেলকে নোটিস পাঠিয়ে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

Advertisement

বিহারের যুবক জানক কিশোর ঝা ওরফে রঞ্জনের অভিযোগ, মহাকুম্ভে যোগ দিতে গত ২৬ জানুয়ারি স্বতন্ত্র সেনানি এক্সপ্রেসের এসি কামরায় তিনটি টিকিট কেটেছিলেন তিনি। পরিবার-সহ নির্দিষ্ট সময়ে স্টেশনে উপস্থিত হলেও ট্রেনে উঠতে পারেননি যুবক। তাঁর অভিযোগ, ওই ট্রেনের কামরা ভেতর থেকে বন্ধ করা ছিল, যার ফলে ট্রেনে উঠতে পারেননি তিনি। অন্য কামরায় ভিড় এত পরিমাণে ছিল যে সেখানে ওঠা সম্ভব ছিল না। বিহারের গাইঘাট থানা এলাকার ওই যুবকের দাবি, এই ঘটনায় স্টেশনে উপস্থিত রেল আধিকারিকদের কাছে সাহায্য চান তিনি। তবে কেউ তাঁদের সাহায্য করেনি। শেষে স্টেশন ছেড়ে চলে চলে যায় ট্রেনটি।

এই ঘটনার জেরে রেলের চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ অফিসারকে চিঠি লিখেছেন জানক। যেখানে আগামী ১৫ দিনের মধ্যে সুদ-সহ টিকিটের দাম ফেরত চান তিনি। পাশাপাশি হুঁশিয়ারি দেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি টাকা না ফেরানো হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ ৫০ লক্ষ টাকা দিতে হবে এবং রেলের বিরুদ্ধে মামলা দায়ের করবেন।

রেলের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে যুবকের দাবি, রেল কর্তৃপক্ষের জন্য মহাকুম্ভে যাওয়া হয়নি তাঁদের। যার ফলে ১৪৪ বছর পর হওয়া পবিত্র এই মেলায় যাওয়ার সুযোগ থাকলেও তা হাতছাড়া হয়েছে। এই ঘটনা আর্থিক ক্ষতি তো বটেই তাঁর আবেগে ধাক্কা লেগেছে। ফলে রেল যদি ক্ষতিপূরণ না দেয় তবে রেলের বিরুদ্ধে আইনি লড়াই করবেন বলে জানিয়েছেন জানক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টিকিট কেটেও রেলের গাফিলতিতে মহাকুম্ভগামী ট্রেনে উঠতে পারেননি।
  • পুণ্যের সুযোগ হাতছাড়া হওয়ায় ভারতীয় রেলের কাছে বিপুল টাকা ক্ষতিপূরণের দাবি জানালেন বিহারের যুবক।
  • রেলকে নোটিস পাঠিয়ে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি।
Advertisement