shono
Advertisement

Breaking News

Marriage

হবু বর নয়, বিয়ের আসরে পুরোহিতের প্রেমে পড়লেন যুবতী! আজব কাণ্ড বিয়েবাড়িতে

বিষয়টি বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে যান পুরোহিত।
Published By: Subhankar PatraPosted: 09:49 PM Feb 06, 2025Updated: 09:54 PM Feb 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়ি মানেই হাজারও কাণ্ডের কারখানা! নতুন সংসারের সূচনা। প্রেমের সম্পর্ক হলে দীর্ঘ অপেক্ষার পর চারহাতের এক হওয়ার দিন। আবার একজনের বিয়ের মণ্ডপে অন্য যুবক-যুবতীর নতুন সম্পর্কের পথচলাও শুরু হয়। তবে এক বিয়ে বাড়িতে ঘটল আজব কাণ্ড! বিয়ের পিঁড়িতে বসে পুরোহিতের উপর 'ক্রাশ' খেলেন হবু বধূ! বরের দিকে নজর নেই তাঁর। একনজরে তাকিয়ে থাকলেন অল্প বয়সি পুরোহিতের দিকে। যেন পলকই পড়ছে না তাঁর। বিষয়টি বুঝতে পেরে লজ্জায় মাথা হেট হয়ে যায় পুরোহিতেরও।

Advertisement

বিয়ে বাড়িতে হইচই। কিছু না কিছু কাজে সবাই ব্যস্ত। বিয়ে দিতে এসেছেন অল্প বয়সি সুদর্শন যুবক। সংস্কৃত উচ্চারণে চলছে মন্ত্রপাঠ। উলটো দিকে বসে রয়েছেন হবু বর ও বধূ। কিন্তু হঠাৎ দেখা গেল পুরোহিতের দিকে তাকিয়ে রয়েছেন হবু বধূ। তাঁর পাশে যে সারা জীবনের সঙ্গী বসে রয়েছেন তা যেন ভুলেই গিয়েছেন যুবতী। এই কাণ্ড দেখে হতবাক সকলে। ইতস্তত বোধ করতে থাকেন হবু বরও। এদিকে পুরোহিত তো লজ্জায় লাল। এই ভিডিওটি দেখার পর অনেকেই মনে করছেন বিষয়টি সাজানো ঘটনা। ভাইরাল হওয়ার জন্য এই রকম করা হয়েছে।

ভিডিওটির তলায় এক নেটনাগরিক মন্তব্য করেছেন, 'ইচ্ছা করেই এমনটা করা হয়েছে।' কেউ একধাপ এগিয়ে মন্তব্য করেছেন, হবু বরে থেকে পুরোহিতকে ভালো দেখতে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিয়েবাড়ি মানেই হাজারও কাণ্ডের কারখানা! নতুন সংসারের সূচনা। প্রেমের সম্পর্ক হলে দীর্ঘ অপেক্ষার পর চারহাতের এক হওয়ার দিন।
  • আবার একজনের বিয়ের মণ্ডপে নতুন সম্পর্কের পথচলাও শুরু হয়।
  • তবে এক বিয়ে বাড়িতে ঘটল আজব কাণ্ড! বিয়ের পিঁড়িতে বসে পুরোহিতের উপর 'ক্রাশ' খেলেন হবু বধূ!
Advertisement