সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের সময় ঘুমোলে মাইনে কাটা পড়াই স্বাভাবিক। তাই বলে একটি কুকুরের সঙ্গেও এমনটা ঘটবে? চিনের পুলিশ কুকুর 'ফুজাই'-এর বৎসরান্তের বোনাস কেটে নেওয়া হল কর্তব্য গাফিলতির অভিযোগে। দোষের মধ্যে ডিউটির সময় ঘুমিয়ে পড়া, খাবারের বাটিতে প্রস্রাব করা।
ফুজাই সোশাল মিডিয়ায় রীতিমতো জনপ্রিয়। তার ভিডিও হামেশাই ভাইরাল হয়ে থাকে। জন্ম ২০২৩ সালের ২৮ অগস্ট। ২০২৪ সালের জানুয়ারিতে শানডং প্রদেশের উইফাং পুলিশ কুকুর প্রশিক্ষণ শিবিরে যোগ দেয় সে। সেখানে বিস্ফোরক শনাক্তকরণের প্রশিক্ষণ হয় ফুজাইয়ের। এরপর ২০২৪ সালেরই অক্টোবর মাসে পুলিশ কুকুর হিসাবে কাজে যোগদান করে।
দীর্ঘদিন ধরেই দক্ষতার সঙ্গেই নিজের কাজ করছিল ছোটখাটো চেহারার ফুজাই। কিন্তু সম্প্রতি বারবার কাজের সময় ঘুমিয়ে পড়ছিল। এমনকী খাবারের পাত্রে প্রস্রাব করে ফেলেছিল। এই বিশৃঙ্খলতার অপরাধে ফুজাইয়ের বছর শেষের বোনাস জরিমানা হিসাবে কেটে নিল চিনের পুলিশ বিভাগ।
প্রসঙ্গত, ফুজাইয়ের কাজ এবং দৈনন্দিন জীবন 'কোর্গি পুলিশ ডগ অ্যান্ড ইটস কমরেডস' নামে একটি সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নিয়মিত পোস্ট করা হয়। এই অ্যাকাউন্টে ফুজাই এবং অন্যান্য পুলিশ কুকুরের কাজের আপডেটও দেওয়া হয়। ওই সোশাল মিডিয়া অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা বর্তমানে প্রায় ৩ লক্ষ ৮৪ হাজার। ফুজাইয়ের নতুন খবরে মনখারাপ ভক্তদের।