shono
Advertisement

Breaking News

China

চিনাদের গায়ে বিকট গন্ধ! পাকিস্তানি তরুণের দাবি ঘিরে শোরগোল নেট দুনিয়ায়

কেন এমন দাবি করলেন পেশায় চিকিৎসক ওই তরুণ?
Published By: Biswadip DeyPosted: 08:52 PM Jan 17, 2025Updated: 08:52 PM Jan 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনাদের গায়ে নাকি বদগন্ধ! সেদেশে গিয়ে 'অসহ্য দুর্গন্ধে' কুপোকাত হওয়ার দাবি করে বিতর্ক ছড়ালেন এক পাকিস্তানি তরুণ। পেশায় ডাক্তার ওই তরুণ একজন জনপ্রিয় ইউটিউবারও। তাঁর ফলোয়ারের সংখ্যা ২৩ হাজার। ইনস্টাতেও তাঁকে প্রায় ৪০০ জন ফলো করেন। স্বাভাবিক ভাবেই তাঁর সাম্প্রতিক ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই তীব্র নিন্দা করেছেন এমন মন্তব্যের।

Advertisement

পাকিস্তানি ওই ডাক্তারের নাম ফনি। তিনি ভিডিওয় দাবি করেছেন, চিনে গিয়ে তিনি দুর্গন্ধের পাল্লায় পড়েছিলেন। সেই দুর্গন্ধের তীব্রতা এতই বেশি যে, দুবাই গিয়েও সেই গন্ধ থেকে রেহাই মেলেনি। যদিও তাঁর আরও দাবি, থাকতে থাকতে সেই গন্ধ সহ্য হয়ে গিয়েছিল। সেই সঙ্গে অবশ্য তাঁর আরও দাবি, ইউরোপীয় দেশগুলিতেও তাঁর একই অভিজ্ঞতা হয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই অনেকে আক্রমণ করেছন ওই পাকিস্তানি তরুণকে। কোনও দেশ সম্পর্কে এমন মন্তব্য চূড়ান্ত অন্যায় বলে দাবি বহু নেটিজেনের। একজনের দাবি, চিন অত্যন্ত স্বাস্থ্যসচেতন। সেখানকার নাগরিকরা অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন। সেখানে গিয়ে তিনি এমন কোনও অভিজ্ঞতার মুখে পড়েননি। তাঁর সুরে সুর মিলিয়েছেন অনেকেই। একজন লিখেছেন, 'চিনারা অত্যন্ত শিক্ষিত। পরিষ্কার-পরিচ্ছন্ন। আমি নিজে দুবছর ছিলাম ওখানে। কিন্তু কোনওরকম দুর্গন্ধ পাইনি। এটা একটা বড়সড় মিথ্যা।' বহু নেটিজেনই অভিযোগের তির ছুড়েছেন ওই পাকিস্তানি তরুণকে। এখন দেখার, তিনি ওই ভিডিও নিয়ে কোনও মন্তব্য করেন কিনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চিনাদের গায়ে নাকি বদগন্ধ! সেদেশে গিয়ে 'অসহ্য দুর্গন্ধে' কুপোকাত হওয়ার দাবি করে বিতর্ক ছড়ালেন এক পাকিস্তানি তরুণ।
  • পেশায় ডাক্তার ওই তরুণ একজন জনপ্রিয় ইউটিউবারও।
  • স্বাভাবিক ভাবেই তাঁর সাম্প্রতিক ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই তীব্র নিন্দা করেছেন এমন মন্তব্যের।
Advertisement