সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন অনেকেই দেখেন। তবে বাস্তবে সেই স্বপ্ন অধরাই থেকে যায়। কিন্তু স্বপ্ন পূরণ করার জন্য মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেলে ছেঁড়া কাঁথা ছুড়ে 'মহাবিদ্যা'র পথ বেছে নেন অনেকে। যেমনটা করলেন মহারাষ্ট্রের এই যুবক। পেশায় চুক্তিভিত্তিক সরকারি কর্মী। মাস গেলে মেরেকেটে হাতে আসে ১৩ হাজার টাকা। কিন্তু এই সামান্য আয় থেকেই নাকি BMW গাড়ি ফেলেছেন তিনি। শুধু তাই নয়, প্রেমিকা উপহার দিয়েছেন কোটি টাকার বিলাসবহুল ফোর বিএইচকে ফ্ল্যাট! এই ঘটনার তদন্তে নেমে চক্ষু চড়কগাছ পুলিশের।
জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম হর্ষকুমার শ্রীসাগর। মহারাষ্ট্র সরকারের একটি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী হিসাবে কাজ করতেন তিনি। পুলিশ জানিয়েছে, ছত্রপতি সম্ভাবিনগরের স্পোর্টস কমপ্লেক্সের জন্য বরাদ্দ টাকা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হর্ষের বিরুদ্ধে। সব মিলিয়ে চুরির অঙ্ক প্রায় ২১ কোটি ৫৯ লক্ষ ৩৮ হাজার টাকা। এই বিপুল অর্থ দিয়েই BMW গাড়ি কেনেন হর্ষ। বিমানবন্দরের উলটোদিকে ফোর বিএইচকে ফ্ল্য়াট কেনেন। যা প্রেমিকাকে উপহার দেন। এখানেই শেষ নয়। শখ পূরণ করতে হিরে বসানো চশমারও অর্ডার দিয়েছিলেন তিনি। কিন্তু এই জালিয়াতির খেলা ওই সংস্থা ধরে ফেলতেই পালিয়ে যান হর্ষ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই কাজে অভিযুক্ত যুবককে মদত দেন ওই দপ্তরেরই এক সহকর্মী যশোদা শেট্টির স্বামী জীবন। দুজন মিলে স্পোর্টস কমপ্লেক্সের নামে ইন্ডিয়ান ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খোলেন। সরকারি ফান্ড থেকে ওই অ্যাকাউন্টে টাকা জমা পড়তেই অভিযুক্তরা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেই টাকা নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নেন। এরপর অফিস ও ব্যাঙ্কে সমস্ত ভুয়ো নথি জমা দেন দুজনে। পুলিশ ইতিমধ্যেই যশোদা এবং জীবনকে গ্রেপ্তার করেছে। কিন্তু হর্ষ এখনও পলাতক। ২৩ বছরেই যা খেল দেখালেন তিনি তাতে হতবাক পুলিশও। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি অভিযান।