shono
Advertisement
ChatGPT

পরকীয়ায় জড়িয়েছে স্বামী! চ্যাট জিপিটি-র 'কথা' বিশ্বাস করে বিবাহবিচ্ছেদের মামলা স্ত্রীর

এমনকী জানাল চ্যাট জিপিটি?
Published By: Subhankar PatraPosted: 06:28 PM May 11, 2025Updated: 06:28 PM May 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসার ভেঙে দিতে চলেছে চ্যাট জিপিটি! এআইয়ের করা ভবিষ্যৎবাণীর পরই সেই কথা বিশ্বাস করে বিবাহবিচ্ছেদের আবেদন স্ত্রীর। কফি কাপের প্যাটান বিশ্লেষণের উপর ভরসা রেখে এক দুই বছর নয় ১২ বছর সংসার ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন মহিলার।

Advertisement

অবাক করা ঘটনাটি গ্রিকের। দম্পতি এক দশকের উপর বিবাহ বন্ধনে আবদ্ধ। তাঁদের দুই সন্তানও রয়েছে। ১২ বছর সংসার করার পর মহিলার সন্দেহ হয় স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। কিন্ত তা জানবেন কী করে? তিনি চ্যাট জিপিটির সাহায্য চান। এআইয়ে মহিলা ও তাঁর স্বামীর কফি কাপের ছবি দিয়ে বিশ্লেষণ করতে বলেন। তাতেই চ্যাট জিপিটির যে জবাব দেয় তাতেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত।

কী তথ্য দিয়েছে এআই? তা সামনে এনেছেন মহিলা। তা দেখে চক্ষুচড়ক গাছ সবার। চ্যাট জিপিটির জানিয়েছে, মহিলার স্বামী নাকি তাঁর থেকে কম বয়সী যুবতীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সেই যুবতীর নাম 'ই' দিয়ে শুরু তাও বলে দেয় এআই। এই তথ্য পাওয়ার পরই স্বামীকে বিষয়টি জানিয়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন স্ত্রী।

ঘটনায় অবাক ওই মহিলার স্বামী জানিয়েছেন, "প্রথমে আমি বিষয়টি হালকা ভাবেই নিয়েছিলাম। তবে পরে দেখি ও বিষয়টি সিরিয়াস নিয়েছে।" মামলা গড়িয়েছে আদালতে। তবে আইনজ্ঞদের বক্তব্য এআই কী ভবিষ্যৎবাণী করেছে তা আদালতে গ্রহণ যোগ্য নয়। ঘটনায় কার্যত অবাক আদালতও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংসার ভেঙে দিতে চলেছে চ্যাট জিপিটি!
  • এআইয়ের করা ভবিষ্যৎবাণীর পরই সেই কথা বিশ্বাস করে বিবাহবিচ্ছেদের আবেদন স্ত্রীর।
  • কফি কাপের প্যাটান বিশ্লেষণের উপর ভরসা রেখে এক দুই বছর নয় ১২ বছর সংসার ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন মহিলার।
Advertisement