shono
Advertisement
UPSC

ঘুমিয়েই লাখপতি! ৯ ঘণ্টায় ৯ লাখ জিতলেন পুণের যুবতী! প্রতিযোগিতায় অংশ নিতে পারেন আপনিও

যুবতীর সঙ্গে যোগ দেওয়া বাকি ১৪ জন প্রতিযোগীও ১ লাখ টাকা করে পেয়েছেন।
Published By: Subhankar PatraPosted: 04:32 PM Jul 06, 2025Updated: 05:05 PM Jul 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুমিয়ে ঘুমিয়ে আয় ৯ লাখ টাকা। টানা দুই মাস, প্রতিদিন ৯টা ঘুমিয়ে ইনকাম। এই টাকা পেলেন পুণের এক যুবতী। তিনি ইউপিএসসি পরীক্ষার্থী। অবাক হচ্ছেন। তবে বাস্তবে এমনটাই হয়েছে। কী করে টাকা পেলেন যুবতী? কেনই বা পেলেন?

Advertisement

দেশজুড়ে প্রায় প্রতিবছর স্লিপ ইন্টার্নশিপ নামে একটি প্রতিযোগীতার আয়োজন করে ওয়েক ফিট নামের একটি সংস্থা। এই প্রতিযোগিতার চতুর্থ বর্ষে ৯.১ লাখ টাকা জিতে নিলেন পুণের বাসিন্দা ইউপিএসসি পরীক্ষার্থী পূজা মাধবওবহাল। পূজার সঙ্গে যোগ দেওয়া বাকি ১৪ জন প্রতিযোগীও ১ লাখ টাকা করে পেয়েছেন।

কী ভাবছেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। কিন্তু কী করে?
প্রতিযোগীর বয়স কমপক্ষে ২২ হতে হবে। যে-কেউ একবারই আবেদন করতে পারবেন। আবেদপত্রে কোনও জায়গা ফাঁকা থেকে গেলে আবেদনটি বাতিল হবে। কোনও ভুল তথ্য প্রতিযোগীকে বাদ করে দেওয়া হবে। আবেদনকারীদের মেসেজ, ইমেল,ফোন করে সমস্ত আপডেট দেওয়া হবে। আগের সিজনগুলিতে আবেদন করা প্রতিযোগীরা আবেদন করতে পারবেন না। এই সংস্থার সঙ্গে যুক্ত কর্মীর পরিবারের কেউ আবেদন করতে পারবেন না। 

এই তো গেল আবেদনের প্রক্রিয়া। এরপর সংস্থার তরফে ১৫ জন প্রতিযোগিকে বেছে নেওয়া হবে। দু'মাস তাঁদের একটি ঘরে রাখা হবে। সেখানে দু'মাস ধরে দিনে টানা ৯ ঘণ্টা ঘুমতে হবে। এছাড়াও বেশ কিছু নিয়ম রয়েছে। যে প্রতিযোগী সবথেকে ভালোভাবে ওই নিয়মগুলি পালন করতে পারবে তাঁকেই জয়ী বলে ঘোষণা করা হবে। এই সিজনে সেই পুরষ্কার পেলেন পূজা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘুমিয়ে ঘুমিয়ে আয় ৯ লাখ টাকা। টানা দুই মাস, প্রতিদিন ৯টা ঘুমিয়ে ইনকাম।
  • এই টাকা পেলেন পুণের এক যুবতী। তিনি ইউপিএসসি পরীক্ষার্থী। অবাক হচ্ছেন।
  • তবে বাস্তবে এমনটাই হয়েছে। কী করে টাকা পেলেন যুবতী? কেনই বা পেলেন?
Advertisement