shono
Advertisement

আর্থিক তছরুপের অভিযোগ, গ্রেফতার জনার্দন ঘনিষ্ঠ ভীমা

খনি মাফিয়া জনার্দন রেড্ডির মেয়ের ৫০০ কোটির বিয়ে সারা দেশে আলোড়ন তৈরি করেছিল৷   The post আর্থিক তছরুপের অভিযোগ, গ্রেফতার জনার্দন ঘনিষ্ঠ ভীমা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:47 PM Dec 11, 2016Updated: 04:17 PM Dec 11, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী জনার্দন রেড্ডির আপ্তসহায়ক ভীমা নায়েক৷ তিনি কর্নাটকের প্রশাসনিক দফতরের এক কর্মী৷ তাঁর প্রাক্তন গাড়ির চালকের সুইসাইড নোটে করা অভিযোগের ভিত্তিতে রবিবার ভীমা নায়েককে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে ভীমার বর্তমান গাড়ি চালক মহম্মদকেও ৷

Advertisement

তাঁর প্রাক্তন গাড়ি চালককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও রয়েছে ভীমা নায়েকের বিরুদ্ধে৷ পশাপাশি গাড়ি চালকের সুইসাইড নোট থেকে জানা গিয়েছে, ভীমা নায়েক যে টাকা লুঠ করেছিলেন সেই টাকাই জনার্দন রেড্ডির মেয়ের ৫০০ কোটির বিয়েতে খরচ হয়েছিল৷ সুইসাইড নোট থেকে জানা গিয়েছে, এমনকি জনার্দন রেড্ডিকে টাকা তছরুপে সহায়তার জন্য প্রতি ১০০ কোটিতে ২০ শতাংশ করে কমিশন পেয়েছেন ভীমা নায়েক৷

প্রসঙ্গত, কর্নাটকের প্রাক্তন মন্ত্রী তথা খনি মাফিয়া জনার্দন রেড্ডির মেয়ের ৫০০ কোটির বিয়ে সারা দেশে আলোড়ন তৈরি করেছিল৷ আর এই জনার্দন রেড্ডিই হলেন সেই ব্যক্তি যিনি ইয়েদুরাপ্পা সরকারের মন্ত্রী ছিলেন৷ দুর্নীতির অভিযোগেই তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়৷ এদিন আর্থিক তছরুপের অভিযোগে যে ভীমা নায়েককে গ্রেফতার করা হয় তিনি এই জনার্দন রেড্ডিরই ঘনিষ্ঠ৷

The post আর্থিক তছরুপের অভিযোগ, গ্রেফতার জনার্দন ঘনিষ্ঠ ভীমা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement