shono
Advertisement

এবার বাড়িতে নগদ টাকা পৌঁছে দেবে ওলা ক্যাব

কেমন হবে সেই নতুন পরিষেবা? জানতে ক্লিক করুন। The post এবার বাড়িতে নগদ টাকা পৌঁছে দেবে ওলা ক্যাব appeared first on Sangbad Pratidin.
Posted: 09:16 PM Dec 06, 2016Updated: 03:46 PM Dec 06, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে টাকা শেষ? নগদের প্রয়োজন? টাকা জোগাবে ওলা। বাড়িতে গিয়ে রীতিমতো টাকা পৌঁছে দিয়ে আসবে ওলা ক্যাব। গত সোমবার গ্রাহকদের সুবিধার্থে নতুন এই পরিষেবা চালু করল ওলা। একটি বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে অংশীদারি পরিকল্পনায় এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

Advertisement

এতদিন অবধি নগদ টাকার জন্য সাধারণ মানুষকে এটিএমের সামনে দাঁড়াতে হত। কিন্তু এবার ওলাই পৌঁছে যাবে গ্রাহকদের কাছে। প্রয়োজনের টাকা নিয়ে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, যে কোনও ব্যাঙ্কের গ্রাহক ইয়েস ব্যাঙ্কের কাছাকাছি থাকা ওলা ক্যাবের থেকে পিওএস টার্মিনাল মারফত ২,০০০ টাকা নগদ তুলতে পারবেন।

দেশের ১০ টি শহরে আপাতত চালু হবে এই পরিষেবা। কিন্তু বাড়ির দরজায় ওলা পৌঁছবে এবং নগদ টাকার জোগান দেবে গৃহকর্তাকে। এসব কি আর বিনামূল্যে মিলবে? আলবাত মিলবে। ওলার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, গ্রাহকদের এই পরিষেবা দিতে কোনও বাড়তি টাকা চার্জ করবে না ওলা।

The post এবার বাড়িতে নগদ টাকা পৌঁছে দেবে ওলা ক্যাব appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement