shono
Advertisement

Breaking News

ফের বৃদ্ধার রহস্যমৃত্যুতে উদ্বিগ্ন পুলিশ, মঙ্গলবার জরুরি বৈঠক লালবাজারে

সার্ভে পার্ক এলাকায় বাড়ি থেকে বৃদ্ধার দেহ উদ্ধার করে পুলিশ৷ The post ফের বৃদ্ধার রহস্যমৃত্যুতে উদ্বিগ্ন পুলিশ, মঙ্গলবার জরুরি বৈঠক লালবাজারে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:31 PM Aug 05, 2019Updated: 09:32 PM Aug 05, 2019

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: শহরে ফের রহস্যজনকভাবে মৃত্যু হল কমলা গোস্বামী (৭৯) নামে এক বৃদ্ধার। এবার ঘটনাস্থল সার্ভে পার্ক। সোমবার সার্ভে পার্কের নিজেদের বাড়ির দোতলার ঘর থেকে কমলাদেবীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এছাড়াও সোমবার একই দিনে শহরের বিভিন্ন প্রান্তে অস্বাভাবিক ঘটনা ও দুর্ঘটনার জেরে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে শহরে একা থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন কলকাতা পুলিশ। সেই কারণেই মঙ্গলবার আলিপুর বডিগার্ড লাইনের অডিটোরিয়ামে ‘প্রণাম’-এর বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে সচেতনতার বৈঠক ডেকেছেন লালবাজারের পুলিশ কর্তারা।

Advertisement

[আরও পড়ুন: অবশেষে বিলোপ ৩৭০ ধারা, কাশ্মীরের ‘পুনর্গঠনে’ আনন্দে মাতল বাংলা]

টালিগঞ্জের নেতাজিনগরে কয়েকদিন আগেই খুন হয়েছিলেন নিঃসঙ্গ এক বৃদ্ধ দম্পতি। তার জের মিটতে না মিটতেই সেই নেতাজিনগরেই রবিবার আত্মঘাতী হয়েছিলেন একাকী আরও এক বৃদ্ধ। এবার সার্ভে পার্কে রহস্যজনকভাবে মৃত্যু হল বৃদ্ধা কমলা গোস্বামীর। পুলিশ জানিয়েছে, সার্ভে পার্কের সাউথ অ্যাভিনিউয়ের একটি দোতলা বাড়ির উপরতলায় থাকতেন কমলাদেবী। নিচের তলায় থাকেন তাঁর ছেলে ও বউমা। বছর দুয়েক আগে সরকারি চাকরি থেকে অবসর নেন ছেলে। বেশ কয়েক বছর ধরেই কমলাদেবী শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সেই কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তাই এদিন নিজের ঘরে জানলার রডের সঙ্গে গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। তবু মৃত্যুর আসল কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: নিরাপত্তায় বাড়তি নজর, বউবাজারে প্রবীণ নাগরিকদের সঙ্গে বৈঠক পুলিশের]

অন্যদিকে, এদিনই কালীঘাটের মহিম হালদার স্ট্রিটে ৪৭ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর শরীরে কোনও আঘাত ছিল না। এদিন রাত পর্যন্ত ওই ব্যক্তির কোনও পরিচয় পুলিশ জানতে পারেনি। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। এদিনই বিকেলে শ্যামপুকুরের হরচন্দ্র মল্লিক স্ট্রিটের একটি বহুতলের ফ্ল্যাটে গোবিন্দ সাহা (৫৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই ব্যক্তিও গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করেন। ওই ফ্ল্যাটে তাঁর কোনও সুইসাইড নোট মেলেনি। পাশাপাশি, এদিন দুপুরে প্রগতি ময়দানের ক্যানাল সাউথ রোডে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় রাকেশ কুমার সিং (৩৬) নামে এক মোটরবাইক চালকের।

The post ফের বৃদ্ধার রহস্যমৃত্যুতে উদ্বিগ্ন পুলিশ, মঙ্গলবার জরুরি বৈঠক লালবাজারে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement