shono
Advertisement

প্রয়াত অযোধ্যা কাণ্ডের প্রবীণ মামলাকারী

১৯৪৯ সালে আনসারিই প্রথম রাম জন্মভূমি-বাবরি মসজিদ নিয়ে মামলা দায়ের করেন৷ The post প্রয়াত অযোধ্যা কাণ্ডের প্রবীণ মামলাকারী appeared first on Sangbad Pratidin.
Posted: 06:08 PM Jul 21, 2016Updated: 12:38 PM Jul 21, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় সবচেয়ে প্রবীণ মামলাকারী হাসিম আনসারি৷ অযোধ্যার বাসিন্দা আনসারি ১৯৪৯ সাল থেকে এই মামলার সঙ্গে জড়িত ছিলেন৷ বুধবার সকালে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বয়স হয়েছিল ৯৫৷ বেশ কয়েকদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন৷ সেই কারণেই আনসারির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাঁর পুত্র ইকবাল৷

Advertisement

অযোধ্যাতেই জন্ম আনসারির৷ ১৯৪৯ সালে ফৈজাবাদের দেওয়ানি আদালতে আনসারিই প্রথম রাম জন্মভূমি-বাবরি মসজিদ নিয়ে মামলা দায়ের করেন৷ এই মামলায় আনসারির সঙ্গে ছিলেন আরও ছয় জন৷ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে ওই মামলা দায়ের করা হয়৷ ২০১০ সালে এই মামলায় এলাহাবাদ হাই কোর্ট তার রায়ে বিতর্কিত জমির এক তৃতীয়াংশ অযোধ্যার নির্মোহী আখড়াকে দেয়৷ বাকি দুই তৃতীয়াংশ জমি ওয়াকফ বোর্ড ও রাম লালার প্রতিনিধিদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার কথা জানায়৷

কিন্তু হাই কোর্টের ওই রায়ে সন্তুষ্ট হতে পারেননি আনসারি৷ সেই কারণে তিনি নতুন করে আদালতের বাইরে এই বিতর্ক মেটানোর চেষ্টা শুরু করেন৷

The post প্রয়াত অযোধ্যা কাণ্ডের প্রবীণ মামলাকারী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement