shono
Advertisement

নামবদল ঘিরে বিতর্ক তুঙ্গে, এবার যোগীকে বিঁধলেন তাঁরই মন্ত্রিসভার সদস্য

টার্গেট করলেন বিজেপির তিন শীর্ষ মুসলিম নেতাকে৷ The post নামবদল ঘিরে বিতর্ক তুঙ্গে, এবার যোগীকে বিঁধলেন তাঁরই মন্ত্রিসভার সদস্য appeared first on Sangbad Pratidin.
Posted: 02:15 PM Nov 11, 2018Updated: 02:15 PM Nov 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক নামবদল নিয়ে এবার যোগীর বিরুদ্ধে তোপ দাগলেন, তাঁরই মন্ত্রিসভার সদস্য৷ মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে কড়া ভাষায় উত্তরপ্রদেশে সরকারের সমালোচনা করলেন সেরাজ্যের মন্ত্রী ওম প্রকাশ রাজভর৷ দাবি জানালেন, বিজেপির তিন শীর্ষ মুসলিম নেতার নাম পরিবর্তনের৷ কটাক্ষ ও সমালোচনায় বিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম পরিবর্তনের সিদ্ধান্তকে৷

Advertisement

[অযোধ্যায় মসজিদের দাবিতে সুর চড়ালেন কংগ্রেসের এই মন্ত্রী]

উত্তরপ্রদেশে বিজেপির অন্যতম জোটসঙ্গী হল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি৷ কখনও আলটপকা মন্তব্য করে বা কখনও সরকারের সমালোচনা করে, এর আগেও একাধিকবার খবরে উঠে এসেছেন ওই দলের সভাপতি ওম প্রকাশ রাজভর৷ যিনি আবার সেরাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের মন্ত্রীও বটে৷ সম্প্রতি উত্তরপ্রদেশের একের পর এক শহরের নাম পরিবর্তন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ মোঘল আমলে দেওয়া সেই সমস্ত শহরের নাম বদলে হিন্দুত্বের মোড়ক দেওয়া হয়েছে৷ মোঘলসরাই স্টেশনের নাম পালটে করা হয়েছে দীনদয়াল উপাধ্যায় জংশন৷ এলাহাবাদ শহরের নাম বদলে করা হয়েছে প্রয়াগরাজ এবং ফৈজাবাদের নাম বদলে করা হয়েছে অযোধ্যা৷ সূত্রের খবর, ভবিষ্যতে আরও বেশ কয়েকটি শহরের নাম পরিবর্তনের পরিকল্পনা রয়েছে উত্তরপ্রদেশ প্রশাসনের৷ এমত পরিস্থিতিতে যোগী সরকারের এই সিদ্ধান্ত সম্পর্কে তাঁর মতামত জানতে চাওয়া হয় মন্ত্রী ওম প্রকাশ রাজভরের কাছে৷ উত্তরে যোগী সরকারকে কার্যত তুলোধোনা করেন তিনি৷ জানান যে, শহরের নাম পরিবর্তনের আগে বিজেপির উচিত তাঁদের তিন শীর্ষ নেতা, জাতীয় মুখপাত্র শাহনাওয়াজ হোসেন, কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি ও উত্তরপ্রদেশের মন্ত্রী মহসুন রাজার নাম পরিবর্তন করে দেওয়া৷ এরপরেই মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেন তিনি৷ জানতে চান, “আমরা কি জিটি রোডের ব্যবহার ছেড়ে দেব?” “লালকেল্লা ও তাজমহল কে নির্মাণ করেছে?”

[ভোটের আগের দিন ফের উত্তপ্ত ছত্তিশগড়, বিস্ফোরণে জখম বিএসএফ আধিকারিক]

দিন কয়েক আগেও উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে সুর চড়ান মন্ত্রী ওম প্রকাশ রাজভর৷ তিনি বলেন, “ব্যর্থতা ঢাকতেই রাম মন্দির বিতর্ককে হাতিয়ার করছে যোগী আদিত্যনাথের সরকার৷” এর আগেও একাধিকবার যোগীকে অস্বস্তিতে ফেলেছেন তাঁর মন্ত্রিসভার এই সদস্য৷ এমনকী, রাজ্যসভা ভোটর সময়ও তিনি উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত বিজেপি প্রার্থীকে ভোট দিতে বেঁকে বসেছিলেন৷ পরে অমিত শাহের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়েছিল৷

The post নামবদল ঘিরে বিতর্ক তুঙ্গে, এবার যোগীকে বিঁধলেন তাঁরই মন্ত্রিসভার সদস্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement