সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সিআইডি’ দেখতেন এমন দর্শকের সংখ্যা নেহাত কম নয়। এসিপি প্রদ্যুম্ন, ইনস্পেক্টর দয়াদের পাশাপাশি আরও একজনও নজর কেড়েছিলেন, তিনি ইনস্পেক্টর বিবেক। এই চরিত্র যিনি টেলিভিশনের পর্দায় ফুটিয়ে তুলেছিলেন তাঁর নামও বিবেক, বিবেক মাশরু (Vivek Mashru)। অভিনয় নয়, এখন অন্য পেশা বেছে নিয়েছেন তিনি। এমনই খবর শোনা গিয়েছে।
এক নেটিজেনের সৌজন্যে সোশ্যাল মিডিয়ার আলোচ্য বিষয় হয়ে ওঠেন বিবেক। অভিনেতার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “যদি আপনি এনাকে চেনেন তাহলে আপনার ছোটবেলাটা দারুণ ছিল।” সেই টুইটের উত্তর দিয়ে আবার বিবেক লেখেন, “যেটুকু কাজ করতে পেরেছি তার জন্য এত ভালবাসা, প্রশংসা আপনারা দিয়েছেন অনেক ধন্যবাদ। আমার এটি অমূল্য আর সত্যিই মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ও ভালবাসা।”
[আরও পড়ুন: ‘টাইটানিক’-এর মতোই পরিণতি ‘টাইটান’-এর, আগেই টের পেয়েছিলেন জেমস ক্যামেরন!]
এই টুইটের নিচেই আবার একজন জানান, বিবেক তাঁর ভাইয়ের কলেজের অধ্যাপক। হ্যাঁ, সূত্রের খবর মানলে ‘সিআইডি’ খ্যাত অভিনেতা এখন কলেজে অধ্যাপনা করেন। বেঙ্গালুরুর সিএমআর বিশ্ববিদ্যালয়ের কমন কোর কারিকুলাম বিভাগে নাকি ডিরেক্টর হিসেবে কাজ করেন বিবেক।
শোনা যায়, ১৯৮৩ সালের ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরুতেই জন্ম বিবেকের। শুধু সিআইডি নয়, ‘আক্কড় বাক্কড় বাম্বে বো’, ‘ফাইট ক্লাব: মেম্বার্স ওনলি’র মতো সিনেমা-সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। বেশিরভাগই পার্শ্ব চরিত্র। তবে এখন আর অভিনয় জগতে বিবেককে দেখা যায় না। এখন অন্য পথের পথিক তিনি। সেখানেই যেন হাসিমুখে বাঁচতে শিখে গিয়েছেন।