shono
Advertisement

আর যেন রক্তাক্ত না হয় দেশ, গালওয়ান সংঘাতের বর্ষপূর্তিতে বৈঠকে সেনা

রক্তক্ষয়ী গালওয়ান সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন।
Posted: 10:05 AM Jun 15, 2023Updated: 10:05 AM Jun 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গালওয়ান সংঘাতের বর্ষপূর্তিতে বৈঠকে বসতে চলেছেন সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকরা। আগেভাগেই সীমান্তে শত্রুর আঘাত রুখে দিয়ে পালটা মাার দেওয়ার কৌশল আরও ঝালিয়ে নিতেই এদিনের বৈঠক বলে খবর।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সুত্রে খবর, আজ বৃহস্পতিবার লেহতে বৈঠকে বসছেন নর্দার্ন কমান্ডের আধিকারিকরা। থাকছেন নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদি। বৈঠকে অংশ নেবেন ১৪ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রাশিম বালি-সহ অনেকেই। চিন সিমান্তে সেনা কতটা প্রস্তুত, মূলত তা খতিয়ে দেখতেই এই বৈঠক।

২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকায় (Galwan Valley) মুখোমুখি হয় ভারত ও চিনের ফৌজ। দু’পক্ষের জওয়ানরাই লোহার রড ও কাঁটাতার জড়ানো হাতিয়ার নিয়ে বেশ কয়েক ঘণ্টা লড়াই করে। রক্তক্ষয়ী সেই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। ১৯৭৫ সালে পর এই প্রথম প্রকৃত নিয়ন্ত্রণরেখা প্রাণহানির ঘটনা ঘটে। সংঘর্ষের পরেই সীমান্তে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। অবশেষে পরিস্থিতি শান্ত করতে কয়েক দফা আলোচনায় বসে দুই দেশের সেনাবাহিনী। তবে তাতে আঁচ কিছুটা কমলেও উত্তেজনা কমেনি।

[আরও পড়ুন: চিন সীমান্ত থেকে মাত্র ৫০ কিমি দূরে উত্তরাখণ্ডে চালু হবে নয়া বিমানবন্দর]

এহেন পরিস্থিতিতে ‘ড্রাগন’কে রুখতে প্রস্তুতি সেরে ফেলছে ভারতীয় সেনাবাহিনী। আমেরিকার সঙ্গেও সামরিক জোট তৈরির পথে অনেকটা এগিয়েছে নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন আমেরিকা সফরে ৩০টি ড্রোন কিনতে পারে ভারত, এমনটাই সম্ভাবনা রয়েছে। এমকিউ৯- সি গার্ডিয়ান ড্রোন কিনতে আগ্রহী ভারত। তার ফলে দুই দেশের মধ্যে ২০০ থেকে ৩০০ কোটি ডলারের বাণিজ্যিক চুক্তি হতে পারে। তবে পুরো বিষয়টি এখনও আলোচনার পর্যায়েই রয়েছে বলে সূত্রের খবর। 

বলে রাখা ভাল, হালফিলে ইরানের জেনারেল তথা কাডস ফোর্সের প্রধান কাশেম সোলেমানি এবং আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি হত্যায় ব্যবহার করা হয়েছিল এমকিউ ৯ রিপার ড্রোন। এবার ওই সিরিজের এমকিউ-৯বি সি গার্ডিয়ান সংস্করণটি কিনতে পারে ভারত বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

[আরও পড়ুন: দুর্নীতি তরজায় সরগরম তামিলনাড়ু, রাজ্যে সিবিআই প্রবেশে ‘না’ স্ট্যালিন সরকারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement