shono
Advertisement

Breaking News

আজ পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটের ‘মৃত্যুবার্ষিকী’: সুদীপ

শতাধিক মানুষের মৃত্যু ছাড়া আর কিছুই হয়নি, অভিযোগ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের৷
Posted: 08:48 PM Dec 08, 2016Updated: 03:18 PM Dec 08, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল নিয়ে সব রকমের আলোচনা ছেড়ে পালাতে চাইছে কেন্দ্র৷ প্রায় এক মাস কেটে যাওয়ার পরেও শতাধিক মানুষের মৃত্যু ছাড়া আর কিছুই হয়নি বলে বৃহস্পতিবার অভিযোগ করল তৃণমূল কংগ্রেস৷

Advertisement

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মন্তব্য করেন, “এক মাস কেটে গিয়েছে প্রায়৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক ৫০০ ও ১০০০ নোটের মৃত্যুদিন পালন করতে আজ আমরা প্রত্যেকে বুকে কালো ব্যাজ পরব৷” কেন্দ্রকে নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবেও বলে এদিন দাবি করেন তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা৷ তিনি আরও বলেন, “এই পরিকল্পনাহীন সিদ্ধান্তের ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছেন৷ জিডিপি কমে যাচ্ছে৷ অর্থনীতির উপর চাপ তৈরি হয়েছে৷ এমনকী, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরও এর কোনও স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি৷”

তৃণমূলের অভিযোগ, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কেন্দ্রের নীতির বিরুদ্ধে সংসদে ভোটাভুটি চায় তৃণমূল৷ পাশাপাশি, কালো টাকার বিরুদ্ধে তৃণমূলের লড়াই জারি থাকবে বলেও মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement